নন্দন দত্ত, সিউড়ি: ফের উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার বিএড-এমএড ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগ। কথা বলতে গেলে ছাত্রছাত্রীদের সাথে ধস্তাধস্তিতে জড়ায় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা। দৃষ্টিহীন ছাত্রদেরও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ।।
মঙ্গলবার বিশ্বভারতীর বিনয় ভবনে বিএড-এমএড-এর পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীরা জানতে পারে ৩০ জন পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।। কারণ, প্রয়োজনের তুলনায় তাঁদের উপস্থিতির হার কম। ছাত্রছাত্রীরা ভবনে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা বাঁধা দেয়। এরপরই ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। সেই সময় বিশেষভাবে সক্ষম এক পড়ুয়াকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ। জানা গিয়েছে, বিএডের ১০ জন এবং এমএডের ২০ জন পরীক্ষার্থী রয়েছে এই তালিকায়।
[আরও পড়ুন: মাঝরাতে বাড়িতে পুলিশের হানা, অতিসক্রিয়তার অভিযোগে হাই কোর্টে মামলা কৌস্তভ বাগচীর]
এরপর ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। ছাত্রদের দাবি, শিক্ষকরাই ক্লাসে আসতেন না। হোয়াটস্যাপে উপস্থিতি নিত। এতে তাঁদের কোনও দোষ নেই। সবমিলিয়ে এদিন পরীক্ষা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
[আরও পড়ুন: লালার থেকে ‘প্রোটেকশন মানি’ নিয়ে কয়লা পাচারে সাহায্য! অনুব্রত ঘনিষ্ঠ পুলিশ কর্তাকে CBI জেরা]