সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁত বা বয়নশিল্পের অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ২২ জুনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
Advertisement
কারা আবেদনের যোগ্য:
- ওয়েভিংয়ে পাঁচ বছরের ডিপ্লোমা কোর্স পাশ অথবা বিএফএ ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন।
- আগ্রহী প্রার্থীকে বাংলা/ইংরাজি/হিন্দিতে সাবলীল হতে হবে।
- কম্পিউটার সম্পর্কেও ন্যূনতম জ্ঞান থাকা আবশ্যক।
[আরও পড়ুন: শিলিগুড়ি পৌরনিগমে মাসিক ৩৫ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ, কারা আবেদনের যোগ্য?]
বেতন:
অতিথি শিক্ষকরা মাসে ৮০টি পিরিয়ড করালে প্রতি মাসে ১২ হাজার টাকা পাবেন।
আবেদনের পদ্ধতি:
- সিভি এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র অ্যাটেস্টেড কপি একটি খামে ভরে বিশ্বভারতীর শিক্ষাসত্রে পাঠাতে হবে।
- আবেদনপত্রে মোবাইল নম্বর এবং ই-মেল আইডি থাকা বাধ্যতামূলক।
আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীকে আগামী ২২ জুনের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন সংক্রান্ত আরও তথ্যের খোঁজে www.visvabharati.ac.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।