গৌতম ব্রহ্ম: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনাল। গোটা দেশের চোখ আজ রোহিত-বিরাট-শামিদের দিকে। দেশজুড়ে চলছে প্রার্থনা। ব্যতিক্রম নন দেশের তাবড় রাজনীতিবিদরা। খোদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হাজির থাকবেন স্টেডিয়ামে। ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সকলের একটাই প্রার্থনা, দেশের মাটিতে বিশ্বজয়ী হোক ভারত (Team India)।
এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন, “বিশ্বের সবচেয়ে নাটকীয় ক্রিকেট যুদ্ধ ও ঐতিহাসিক মুহূর্তের প্রাক্কালে টিম ইন্ডিয়ার প্রতিটি সদস্যকে শুভেচ্ছা জানাই। গোটা দেশ তোমাদের বিজয়ে অপেক্ষা করছে। সাফল্যের চূড়ায় তোমাদের আরোহরণের অপেক্ষা করছে দেশ। আমাদের সকলকে গর্বিত করো।” একই শুভেচ্ছা বার্তা উঠে এসেছে সোনিয়া গান্ধীর গলাতেও। ভিডিও বার্তা দিয়েছেন তিনি।
[আরও পড়ুন: রাজ্যপালের ফেরানো ১০ বিল পাশ স্ট্যালিনের, তামিলনাড়ুতে সংঘাত অব্যাহত]
টিম ইন্ডিয়ার উদ্দেশে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী বার্তা, “বিশ্বকাপে তোমাদের অবিশ্বাস্য এবং অপ্রতিরোধ্য পারফরম্যান্সকে কুর্নিশ জানাই। তোমরা সবসময় দেশকে গর্বিত, আনন্দিত করেছ। বিশ্বকাপজুড়ে তোমাদের জয়যাত্রা অনেককে অনুপ্রেরণা দিয়েছে। অনেক কিছু শিখিয়েছে। শিখিয়েছে একতা, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে। এই শিক্ষা শুধু খেলার মাঠ নয়, জীবনের নানা ক্ষেত্রেও কাজে লাগবে।” সোনিয়ার (Sonia Gandhi) আরও সংযোজন, “ক্রিকেট সবসময় আমাদের দেশকে ঐক্যবদ্ধ করেছে। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জেতার সব দক্ষতা রয়েছে। দেশবাসী সবসময় দলের পাশে রয়েছে।”