shono
Advertisement

‘ঘুঘুর বাসা’ভাঙতে জমি সমস্যার সমাধান এবার দুয়ারে, প্রশাসনিক বৈঠকে আরও ৬ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

জয়নগরের মোয়ার GI ট্যাগের আবেদন করছে রাজ্য, জানালেন মমতা
Posted: 05:18 PM Dec 29, 2021Updated: 08:29 AM Dec 30, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গঙ্গাসাগর সফরের দ্বিতীয় দিনে প্রশাসনিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জেলার মানুষের সুবিধা-অসুবিধার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি কাজের ভুলভ্রান্তি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের ধমকও দিলেন তিনি। দিলেন একাধিক পরামর্শ-ও। তাৎপর্যপূর্ণভাবে এদিনের প্রশাসনিক বৈঠকেও ভূমি রাজস্ব দপ্তরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এবার থেকে জমি সংক্রান্ত সমস্যার সমাধান ‘দুয়ারে সরকার শিবিরে’ও হবে বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সাগরের প্রশাসনিক বৈঠকে আর কী বললেন মুখ্যমন্ত্রী?

  • মুখ্যমন্ত্রী বললেন, “ভূমি রাজস্ব দপ্তর ঘুঘুর বাসা। এই বাসা ভাঙতে হবে। আর এই বাসা ভাঙতে হবে আধিকারিকদের।” এর পরই ‘দুয়ারে সরকার শিবিরে’ জমি সংক্রান্ত সমস্যা-বিরোধের সমাধান করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
  • মমতার নির্দেশ, গঙ্গাসাগর মেলা আরও সুশৃঙ্খল করতে হবে। আর তাই মেলার জন্য স্পেশ্যাল অফিসার নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী। সেই দায়িত্ব পালন করবেন সিআইডি এডিজি জ্ঞানবন্ত সিং। এছাড়াও রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের মেলা সংক্রান্ত যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আরও একবার মনে করিয়ে দেন তিনি।

[আরও পড়ুন: Omicron: সংক্রমণ বাড়লে বন্ধ হতে পারে স্কুল, নতুন বছরেই কলকাতায় কনটেনমেন্ট জোন, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর]

  • সুন্দরবনের জন্য মাস্টার প্ল্যান আনছে রাজ্য সরকার। নীতি আয়োগে জমা পড়বে সেই প্ল্যান। তবে এ প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান জমা দিয়েছি। কিন্তু কেন্দ্র এখনও সেই সংক্রান্ত কোনও চিঠি দেয়নি।”
  • কুলতলিতে ত্রাস তৈরি করা রয়্যাল বেঙ্গলটিকে যারা ধরেছেন তাঁদের উচ্ছ্বসিত প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “আপনারা তো জীবন বাজি লাগিয়ে বাঘ ধরেছেন। খুব ভাল কাজ করেছেন।”

[আরও পড়ুন: Omicron: ওমিক্রন রুখতে আরও তৎপর রাজ্য, বিদেশফেরত যাত্রীদের জন্য জারি একগুচ্ছ নয়া নিয়ম]

  • নোনাজমিতে জন্মানো স্বর্ণধানের বিপণীতে জোর দিলেন মুখ্যমন্ত্রী। পরামর্শ দিলেন, গঙ্গাসাগর মেলায় সেই ধানের অস্থায়ী বিপণী তৈরির। রাজ্যের বিভিন্ন প্রান্তে এধরনের বিপণী তৈরির পরামর্শ দিয়েছেন তিনি।
  • জয়নগরের মোয়া গোটা রাজ্যেই জনপ্রিয়। এবার সেই মোয়ার জিআই ট্যাগের জন্য আবেদন করছে রাজ্য। এমনকী, তালপাটালি-খেজুরের রসের জিআই ট্যাগের জন্যও আবেদন করতে পারে রাজ্য সরকার। এদিন সেকথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী।
  • করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে স্কুলগুলি বন্ধ করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে নবম শ্রেণির পড়ুয়াদের বাড়ি-বাড়ি গিয়ে সবুজ সাথী সাইকেল পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার