shono
Advertisement

Breaking News

পঞ্চায়েত নির্বাচনের আগে দিল্লিতে রাজ্যপাল, ‘শাহী’বৈঠকে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা

সীমান্ত পরিস্থিতি নিয়েও দু'জনের কথাবার্তা হওয়ার সম্ভাবনা।
Posted: 03:12 PM Mar 17, 2023Updated: 04:33 PM Mar 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সাক্ষাৎ। বৈঠকে কী কথা হল দু’জনের, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Advertisement

শুক্রবার সকালে সংসদ ভবনে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিনই সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের। টুইট করে সাক্ষাতের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

[আরও পড়ুন: পর্যাপ্ত ঘুম না হওয়ায় বাড়ছে খুদের দুরন্তপনা! আশঙ্কার কথা শোনালেন চিকিৎসক]

দু’জনের কী নিয়ে আলোচনা হল, সে বিষয়ে অবশ্য রাজ্যপাল সি ভি আনন্দ বোস কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখে কুলুপ এঁটেছেন। তবে বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে তুঙ্গে জল্পনা। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ‘শাহী’ বৈঠক যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। অনেকেই মনে করছেন, এদিনের বৈঠকের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। কারও দাবি, সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়েও কথাবার্তা বলতে পারেন রাজ্যপাল ও অমিত শাহ।

আবার কেউ কেউ মনে করছেন রাজ্যের ডিএ ইস্যু নিয়ে দু’জনের কথাবার্তা হয়েছে। কারণ, সম্প্রতি বকেয়া ডিএ ইস্যু নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আন্দোলনকারীদের সঙ্গে দেখাও করেন তিনি। রাজ্য সরকার এবং সরকারি কর্মচারীদের দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নেবেন বলেও আশ্বাস দিয়েছেন। তাই এই সমস্যা নিয়ে অমিত শাহের সঙ্গে রাজ্যপাল কথা বলে থাকতে পারেন বলেও অনুমান একাংশের। এর আগে গত মাসেও দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই সময় বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। ওই বৈঠক নিয়েও আলোচনা কম হয়নি।

[আরও পড়ুন: ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ দেখে মুগ্ধ শাহরুখ, টুইটারে শুভেচ্ছা জানালেন অনির্বাণকেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement