সুদীপ রায় চৌধুরী: রাজ্যে কর্মসংস্থান বাড়ানোই লক্ষ্য। তাই এবার নতুন পিট তৈরি ও কয়লা খাদান সম্প্রসারণের জন্য জমি দিল রাজ্য সরকার। পাশাপাশি পণ্য পরিবহণের জন্য ফ্রেট করিডোর তৈরিতে পূর্ব রেলকেও জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
জানা গিয়েছে, ইস্টার্ন কোলফিল্ড বা ইসিএলের খাদান সম্প্রসারণের প্রয়োজন। পাশাপাশি কয়লা উত্তোলনের জন্য় নতুন পিট খুঁড়তে চায় তারা। আর তাই নতুন জমির প্রয়োজন। খাদান সম্প্রসারণ করার জন্য প্রয়োজনীয় জমির মাঝে সরকারি জায়গা রয়েছে। এই সমস্যার জেরে ৬টি এলাকায় খাদান সম্প্রসারণ থমকে গিয়েছিল ইসিএলের।
[আরও পড়ুন: রহস্যজনক মৃত্যু আদিত্য সিং রাজপুতের, বাথরুমে মিলল অভিনেতার দেহ]
সেই সমস্যা সমাধানে আসানসোলের ছ’টি এলাকায় ইসিএলকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্য়ের আশা, এর ফলে কয়লা খনিতে আরও কর্মসংস্থান হবে। কাজ পাবে স্থানীয় ছেলেমেয়েরা।
শুধু কয়লা খাদান নয়, পণ্য পরিবহণে জোর দিতে ফ্রেট করিডোর তৈরি করতে জামুড়িয়া-সহ দুটি এলাকায় জমি দিচ্ছে রাজ্য়। ফলে রাজ্য থেকে ভিনরাজ্যে পণ্য পরিবহণ আরও সহজ হবে।