shono
Advertisement

নোট বাতিলে মোদিকে আক্রমণ সূর্যর, বিমানের নিশানায় তৃণমূল

কড়া প্রতিক্রিয়া পার্থর৷ The post নোট বাতিলে মোদিকে আক্রমণ সূর্যর, বিমানের নিশানায় তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 06:26 PM Nov 28, 2016Updated: 12:56 PM Nov 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের তুমুল সমালোচনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ নোট দুর্ভোগের প্রতিবাদে সোমবার বামেদের ডাকা ১২ ঘন্টা বাংলা বনধ কর্মসূচির অঙ্গ হিসাবে মৌলালিতে এক মিছিলে যোগ দেন সূর্যকান্তবাবু৷ সেই মিছিল থেকে তিনি তোপ দাগেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে৷ বলেন, “২০১৩ সালে মোদি ১৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বিড়লা গোষ্ঠীর কাছ থেকে৷ সেই মামলা এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন৷ ৪৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন সাহারার কাছ থেকে৷ সেগুলো কি সব সাদা টাকা? তাহলে মোদিকে গ্রেফতার করা হবে না কেন?” বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও এদিন মিছিলে পা মেলান৷ তাঁর বক্তব্য, “তৃণমূলের মতো আমরা কালো ধন থাকুক চাইছি না৷ আমরা চাই সাধারণ মানুষ যেন এই দুর্দশা থেকে মুক্তি পান৷”

Advertisement

সিপিএম রাজ্য সম্পাদকের আরও অভিযোগ, ১১ লক্ষ কোটি টাকা বেআইনিভাবে কর্পোরেটদের মধ্যে বিলিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ মানুষকে বোকা বানিয়ে, জাতীয়তাবাদীর ভেক ধরে নরেন্দ্র মোদি সাধারণ মানুষের টাকা লুঠ করছেন বলে অভিযোগ করেন তিনি৷ তাঁর আক্রমণ থেকে রেহাই পাননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ সারদা-নারদ কাণ্ডে তৃণমূলের শীর্ষ নেতাদের পকেটে প্রচুর কালো টাকা ঢুকেছে বলেও অভিযোগ করেছেন সূর্যকান্ত মিশ্র৷ তিনি এদিন স্পষ্ট জানিয়েছেন, শুধু মিছিল করেই বামেরা থেমে থাকবে না, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ও কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদ জানাতে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বামেরা৷ তবে বামেদের এই বনধকে কটাক্ষ করে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, “ঠান্ডা ঘর থেকে বনধ ডেকেছে৷ এতে মানুষের দুর্ভোগ আরও বাড়বে৷”

(বনধ ডেকে কি তবে রাজ্যে আরও ব্যাকফুটে বামেরা!)

The post নোট বাতিলে মোদিকে আক্রমণ সূর্যর, বিমানের নিশানায় তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement