নিরুফা খাতুন: পৌষে শীতের প্রকৃতি বেশ হতাশ করেছে। হাড়কাঁপানো ঠান্ডা দূর অস্ত, দক্ষিণবঙ্গে শীতের আমেজটুকুও তেমন টের পাওয়া যাচ্ছে না। বড়দিনের পর থেকে তাপমাত্রা উর্ধ্বমুখী। তবে বর্ষশেষে শীত ফিরবে বলে সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে পরপর কয়েকদিন ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস। উত্তুরে হাওয়ায় হিমেল পরশ পাওয়া যাবে রাজ্যজুড়ে। ফলে ২০২৪ কে বিদায় দিয়ে ২০২৫কে স্বাগত জানানোর লগ্নে সঙ্গী হবে শীতের ছোঁয়া। তবে কুয়াশার দাপট থাকবে, কমবে দৃশ্যমানতা।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পয়লা জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তৈরি হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১ এবং ৬ জানুয়ারি। এছাড়া জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া রাজস্থানে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে গুজরাট পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।
আগামী তিনদিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বিভিন্ন জেলায়। পরপর পশ্চিমী ঝঞ্ঝা উত্তুরে হাওয়ার পথে কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে। ফলে জানুয়ারির প্রথম সপ্তাহতেও জাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডা অধরাই থেকে যাবে বলে আভাস হাওয়া অফিসের। এদিকে আগামী ৪৮ ঘন্টায় কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। রাতে ও সকালের দিকে কুয়াশায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসতে পারে বেশিরভাগ এলাকায়। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।
দক্ষিণবঙ্গে সোম ও মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা। বেশি কুয়াশা হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ - এই চার জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। মঙ্গলবার থেকে পারদ পতনের সম্ভাবনা। তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৮৮ শতাংশ।