shono
Advertisement

Breaking News

Govt Jobs 2021: অধ্যাপনা করতে চান? জেনে নিন SET-এ বসার শর্ত

আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
Posted: 05:11 PM Sep 01, 2021Updated: 04:29 PM Sep 12, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধ্যাপনা করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন (West Bengal College Service Commissin)। স্টেট এলিজিবিটি টেস্ট বা সেটের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা:
৫৫ শতাংশ নম্বর-সহ মাস্টার্স ডিগ্রিধারীরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) পদে আবেদনের যোগ্যতা।
তফশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, তৃতীয় লিঙ্গের প্রার্থীরা ৫০ শতাংশ নম্বর-সহ মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।

আবেদনকারীর বয়সসীমা:
স্টেট এলিজিবিটি টেস্ট (State Eligibility Test) বা সেটে (SET) বসার বয়সের ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা নেই।

[আরও পড়ুন: Govt Job: লিখিত পরীক্ষা নয়, ইন্টারভিউর মাধ্যমেই রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডে কর্মী নিয়োগ]

আবেদনের পদ্ধতি:
আগ্রহীরা https://www.wbcsconline.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।

আবেদনের ফি:
সাধারণ বা জেনারেল (General) প্রার্থীদের ফি হিসাবে ব্যাংকে ১২০০ টাকা জমা দিতে হবে। অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) প্রার্থীদের ৬০০ টাকা এবং তফশিলি জাতি (SC), উপজাতির প্রার্থীদের (ST) ৩০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।

আবেদনের শেষ দিন:
আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।

https://www.wbcsconline.in এই ওয়েবসাইটে আবেদনকারীকে চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Recruitment: ন্যূনতম অষ্টম শ্রেণি পাশেই মিলতে পারে শিলিগুড়ি পৌরনিগমে চাকরি, আবেদনের শর্ত জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement