shono
Advertisement

স্নাতক হলেই রাজ্য পুলিশে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে করা যাবে আবেদন৷ The post স্নাতক হলেই রাজ্য পুলিশে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:11 PM Aug 14, 2019Updated: 03:11 PM Aug 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? রাজ্য পুলিশে চাকরি করার ইচ্ছা রয়েছে? তবে আপনার জন্য রয়েছে সুযোগ৷ কারণ ৬৬৮ জন কর্মী নিয়োগ করবে রাজ্য পুলিশ৷ www.wbpolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী ৯ সেপ্টেম্বরের আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে৷

Advertisement

সাব ইনস্পেক্টর(আন-আর্মড ব্রাঞ্চ)
শূন্যপদ: ৪৯৪ জন৷
এই শূন্যপদগুলির মধ্যে সাধারণ (জেনারেল) প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন ২৭২টি৷ তফসিলি জাতির জন্য ১০৯টি, তফসিলি উপজাতির প্রার্থীদের জন্য ২৯টি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ৮৪টি আসন সংরক্ষিত৷

সাব ইনস্পেক্টর (আর্মড ব্রাঞ্চ)
শূন্যপদ: ১৭৪টি
এই শূন্যপদগুলির মধ্যে সাধারণ (জেনারেল) প্রার্থীদের জন্য সংরক্ষিত ৯৪টি আসন৷ তফসিলি জাতির জন্য ৩৮টি, তফসিলি উপজাতির প্রার্থীদের জন্য ১১টি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ৩১টি আসন সংরক্ষিত৷

[আরও পড়ুন: স্টাফ সিলেকশন কমিশনে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনকারীর যোগ্যতা:
১. যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. আবেদনকারীকে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে পারা বাধ্যতামূলক৷
৩. দার্জিলিং, কালিম্পংয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলা ভাষা জানা বাধ্যতামূলক নয়৷
৪. শুধু পুরুষরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০১৯ তারিখের নিরিখে ন্যূনতম ২০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ সর্বোচ্চ ২৭ বছর বয়সিদের আবেদন গ্রাহ্য করা হবে৷ সরকারি নিয়মানুযায়ী তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন৷

[আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশ হলেই কলকাতা পুলিশে মিলতে পারে চাকরির সুযোগ]

শারীরিক মাপজোক:
সাব ইনস্পেক্টর(আন-আর্মড ব্রাঞ্চ)
উচ্চতা: ১৬৭ সেন্টিমিটার  
ছাতি (না ফুলিয়ে): ৭৯ সেন্টিমিটার
ছাতি(ফুলিয়ে): ৮৪ সেন্টিমিটার 
ওজন: ৫৬ কেজি 

সাব ইনস্পেক্টর(আর্মড ব্রাঞ্চ)
উচ্চতা: ১৭৩ সেন্টিমিটার
ছাতি (না ফুলিয়ে): ৮৬ সেন্টিমিটার 
ছাতি(ফুলিয়ে): ৯১ সেন্টিমিটার 
ওজন: ৬০ কেজি 

আবেদনের পদ্ধতি:
www.wbpolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী ৯ সেপ্টেম্বরের আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে৷ ব্যাংকে ফি হিসাবে ২৭০টাকা জমা দিতে হবে৷ তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের ব্যাংকে ২০টাকা জমা দিতে হবে৷

বেতন:
একাধিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ হওয়া প্রার্থী গ্রেড পে ৩৯০০টাকা হিসাবে ৭,১০০টাকা থেকে ৩৭,৬০০টাকা বেতন পাবেন৷

The post স্নাতক হলেই রাজ্য পুলিশে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement