সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? রাজ্য পুলিশে চাকরি করার ইচ্ছা রয়েছে? তবে আপনার জন্য রয়েছে সুযোগ৷ কারণ ৬৬৮ জন কর্মী নিয়োগ করবে রাজ্য পুলিশ৷ www.wbpolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী ৯ সেপ্টেম্বরের আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে৷
সাব ইনস্পেক্টর(আন-আর্মড ব্রাঞ্চ)
শূন্যপদ: ৪৯৪ জন৷
এই শূন্যপদগুলির মধ্যে সাধারণ (জেনারেল) প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন ২৭২টি৷ তফসিলি জাতির জন্য ১০৯টি, তফসিলি উপজাতির প্রার্থীদের জন্য ২৯টি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ৮৪টি আসন সংরক্ষিত৷
সাব ইনস্পেক্টর (আর্মড ব্রাঞ্চ)
শূন্যপদ: ১৭৪টি
এই শূন্যপদগুলির মধ্যে সাধারণ (জেনারেল) প্রার্থীদের জন্য সংরক্ষিত ৯৪টি আসন৷ তফসিলি জাতির জন্য ৩৮টি, তফসিলি উপজাতির প্রার্থীদের জন্য ১১টি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ৩১টি আসন সংরক্ষিত৷
[আরও পড়ুন: স্টাফ সিলেকশন কমিশনে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনকারীর যোগ্যতা:
১. যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. আবেদনকারীকে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে পারা বাধ্যতামূলক৷
৩. দার্জিলিং, কালিম্পংয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলা ভাষা জানা বাধ্যতামূলক নয়৷
৪. শুধু পুরুষরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০১৯ তারিখের নিরিখে ন্যূনতম ২০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ সর্বোচ্চ ২৭ বছর বয়সিদের আবেদন গ্রাহ্য করা হবে৷ সরকারি নিয়মানুযায়ী তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন৷
[আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশ হলেই কলকাতা পুলিশে মিলতে পারে চাকরির সুযোগ]
শারীরিক মাপজোক:
সাব ইনস্পেক্টর(আন-আর্মড ব্রাঞ্চ)
উচ্চতা: ১৬৭ সেন্টিমিটার
ছাতি (না ফুলিয়ে): ৭৯ সেন্টিমিটার
ছাতি(ফুলিয়ে): ৮৪ সেন্টিমিটার
ওজন: ৫৬ কেজি
সাব ইনস্পেক্টর(আর্মড ব্রাঞ্চ)
উচ্চতা: ১৭৩ সেন্টিমিটার
ছাতি (না ফুলিয়ে): ৮৬ সেন্টিমিটার
ছাতি(ফুলিয়ে): ৯১ সেন্টিমিটার
ওজন: ৬০ কেজি
আবেদনের পদ্ধতি:
www.wbpolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী ৯ সেপ্টেম্বরের আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে৷ ব্যাংকে ফি হিসাবে ২৭০টাকা জমা দিতে হবে৷ তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের ব্যাংকে ২০টাকা জমা দিতে হবে৷
বেতন:
একাধিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ হওয়া প্রার্থী গ্রেড পে ৩৯০০টাকা হিসাবে ৭,১০০টাকা থেকে ৩৭,৬০০টাকা বেতন পাবেন৷
The post স্নাতক হলেই রাজ্য পুলিশে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.