shono
Advertisement

Coronavirus Update: ধারা বজায় রেখে ফের করোনায় মৃত্যুহীন বাংলা, ২০-র নিচে নামল দৈনিক সংক্রমণ

কমল পজিটিভিটি হারও।
Posted: 07:32 PM Apr 13, 2022Updated: 07:58 PM Apr 13, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। আবারও কুড়ির নিচে নামল দৈনিক সংক্রমণ। ধারা অব্যাহত রেখে বুধবার ফের মৃত্যুহীন বাংলা। পাল্লা দিয়ে কমেছে পজিটিভিটি রেটও।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা কম। এখনও পর্যন্ত রাজ্যে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ৭৩৩। ধারা অব্যাহত রেখে গত ২৪ ঘণ্টাতেও করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত এ রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ২০০ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ।

[আরও পড়ুন: ফিরছে আতঙ্ক! তিন দিনে ২৩ পড়ুয়া করোনা আক্রান্ত, সংক্রমণ রুখতে বন্ধ নয়ডার একাধিক স্কুল]

রাজ্যের নিম্নমুখী কোভিড গ্রাফ স্বস্তি জোগাচ্ছে সকলকেই। সুস্থতার হারও দুশ্চিন্তা কমাচ্ছে আমজনতার। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসকে জয় করেছেন ৩৯ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৬ হাজার ১৩৩ জন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

করোনার বাড়বাড়ন্ত শুরু হওয়ার পর থেকেই নমুনা পরীক্ষার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে ইদানীং টেস্টিংয়ের প্রতি কিছুটা হলেও আগ্রহ হারিয়েছেন আমজনতা। তবে মঙ্গলবারের তুলনায় বুধবার কিছুটা বেড়েছে নমুনা পরীক্ষা। এদিন ১০ হাজার ৭৩১টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৮ লক্ষ ৯৯ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট কমে দাঁড়াল ০.১৭ শতাংশ। এদিকে, এদিন রাজ্যজুড়ে করোনার ডোজ দেওয়া হয়েছে ১ লক্ষ ৩ হাজার ৫১১টি। ইতিমধ্যেই রাজ্যজুড়ে বুস্টার ডোজ চালু হয়েছে। ১৮ ঊর্ধ্বে অনেকেই ডোজ নিয়েছেন।

[আরও পড়ুন: এমনটাও হতে পার! গোসাপকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement