shono
Advertisement

Breaking News

‘সাসপেনশন মানি না’, ক্রীড়ামন্ত্রককে চ্যালেঞ্জ করে আদালতে যাচ্ছেন ব্রিজভূষণ ঘনিষ্ঠরা

সাসপেন্ড হওয়া সত্ত্বেও কার্যকারী কমিটির বৈঠক ডেকেছেন সঞ্জয় সিং।
Posted: 10:55 AM Jan 05, 2024Updated: 10:56 AM Jan 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় কুস্তি ফেডারেশনের (WFI) দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিয়েছে অ্যাড-হক কমিটি। ফেব্রুয়ারির শুরুতে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ঘোষণা করেছেন কমিটির চেয়ারম্যান ভূপেন্দর সিং বাজওয়া। কিন্তু কুস্তি ফেডারেশনের সাসপেন্ডেড কমিটি এখনও নিজেদের সাসপেনশন মানতে নারাজ। ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিজভূষণ ঘনিষ্ঠ সাসপেন্ডেড সভাপতি সঞ্জয় সিং।

Advertisement

দীর্ঘ টালবাহানার পর ২১ ডিসেম্বর ডব্লুএফআইয়ের নির্বাচন হয়। সেই নির্বাচনে জিতে সভাপতি হন সঞ্জয়, যিনি যৌন হেনস্তায় অভিযুক্ত কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) অনুগামী হিসাবেই পরিচিত। দিন তিনেক পর নতুন কমিটিকে সাসপেন্ড করে ক্রীড়া মন্ত্রক (Sports Ministry)।

[আরও পড়ুন: দিনেদুপুরে প্রকাশ্যে শুটআউট কামারহাটিতে, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি]

তারপরই ভূপেন্দর সিং বাজওয়াকে চেয়ারম্যান করে অ্যাড-হক কমিটি গড়ে দেওয়া হয়। ওই কমিটিই আপাতত কুস্তি ফেডারেশনের কাজকর্ম সামলাচ্ছে। ফেব্রুয়ারির শুরুতে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা ঘোষণা করেছে কমিটি। কিন্তু অ্যাড-হক কমিটির জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের অধিকার নেই বলেই দাবি করেছেন ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয়। তাঁর বক্তব্য, “আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছি। আমরা অ্যাড-হক প্যানেল বা ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তকে মান্যতা দিচ্ছি না।”

[আরও পড়ুন: রাস্তার মধ্যে অর্জুনজয়ীর ক্ষতবিক্ষত দেহ, খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে আততায়ী]

সঞ্জয় সিং জানিয়ে দিয়েছেন, আগামী সপ্তাহেই আদালতে গিয়ে ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবেন তাঁরা। শুধু তাই নয়, আগামী ১৬ জানুয়ারি ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকও ডেকেছে সাসপেন্ড হওয়া কমিটি। অর্থাৎ কুস্তিতে পুরোদস্তুর বিকল্প প্রশাসন চালাতে চাইছেন ব্রিজভূষণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement