shono
Advertisement

Breaking News

সিভিক ভলান্টিয়ারদের কাজ কী? হাই কোর্টের নির্দেশের পর গাইডলাইন জারি রাজ্য পুলিশের

আগামী ২৯ মার্চের মধ্যে হাই কোর্টে গাইডলাইন জমা দেওয়ার কথা।
Posted: 12:41 PM Mar 25, 2023Updated: 12:48 PM Mar 25, 2023

নব্যেন্দু হাজরা: কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে রাজ্য পুলিশের তরফে বিস্তারিত গাইডলাইন প্রকাশ। কোন কোন কাজ সিভিক ভলান্টিয়াররা করতে পারবেন, তা ওই গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শুক্রবারই এই নির্দেশিকা জারি করা হয়।

Advertisement

নির্দেশিকা অনুযায়ী, আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়াররা করতে পারবেন না। একা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারবেন না সিভিক ভলান্টিয়াররা। পুলিশকে এ ব্যাপারে শুধুমাত্র সহায়তা করতে পারবেন তাঁরা। বিভিন্ন জমায়েত বা উৎসবে ভিড় সামাল দিতে, বেআইনি পার্কিং রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সাহায্য করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা।

[আরও পড়ুন: ‘নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্রে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক, শান্তনু ছাত্র’, বিস্ফোরক ইডি’র আইনজীবী]

উল্লেখ্য, সম্প্রতি একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি রাজাশেখর মান্থা সিভিক ভলান্টিয়ারের ভূমিকা নিয়ে রাজ্য সরকারের কাছে জানতে চান। বিস্তারিত গাইডলাইন তৈরির নির্দেশও দেন। আগামী ২৯ মার্চের মধ্যে কলকাতা হাই কোর্টে তা জমা দিতে বলা হয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল রাজ্য পুলিশ।

[আরও পড়ুন: ‘খোঁজখবর রাখিস, মেয়েটা একা আছে’, অনুব্রতকন্যার দিকে নজর রাখার পরামর্শ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement