shono
Advertisement

চলতি বছরেই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারে এই ফিচারগুলি

চার নম্বর ফিচারটি আপনার কাজে লাগবেই। The post চলতি বছরেই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারে এই ফিচারগুলি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:33 PM Jan 03, 2019Updated: 11:48 PM Jan 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন সকলেরই প্রায় মুঠোবন্দি স্মার্টফোন৷ ইন্টারনেট তো তাতে রয়েছেই৷ স্মার্টফোন আর ইন্টারনেটের যুগলবন্দি মানে হোয়াটসঅ্যাপ করেন না এমন মানুষ নেই বললেই চলে৷ প্রযুক্তি হু হু শব্দে এগিয়ে চলেছে৷ যতবার মুঠোফোনে হোয়াটসঅ্যাপ আপডেট করার নোটিফিকেশন আসে, ততবারই আপনার মনে হয় নিশ্চয়ই নতুন কিছু সুবিধা পাওয়া যাবে৷ তাই তো? বিশেষজ্ঞরাও আপনার কথা মাথায় রেখেই হোয়াটসঅ্যাপে নতুন কিছু ফিচার যুক্ত করার কথা ভাবছে৷ ২০১৯-র মধ্যেই হয়তো যুক্ত হতে পারে সেই ফিচারগুলি৷

Advertisement

ইগনোর বটন: হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারে ইগনোর বটন৷ মেসেজ আসলে তা প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয় তা বোঝার জন্য আপনাকে পড়তে হয়৷ পরে হয়তো বুঝতে পারেন যে তা এক্কেবারেই অপ্রয়োজনীয়৷ তখন আপনি বিরক্ত হন৷ কিন্তু মোবাইলের ওপারের ব্যক্তি তা বুঝতে পারছেন না৷ তিনি অথচ আশা করছেন আপনি পালটা তাঁকে কিছু বলবেন৷ এই ইগনোর বটন থাকলে আপনি তাঁকে অনায়াসেই বোঝাতে পারবেন যে ওই মেসেজ পড়ে আপনি বিরক্ত হয়েছেন৷

অটো সেন্ট মেসেজ অন ফেস্টিভ্যাল: হোয়াটস অ্যাপে অটো সেন্ট মেসেজ অন ফেস্টিভ্যাল ফিচার রাখার ভাবনাচিন্তা করা হচ্ছে৷ ওই অপশনের সাহায্যে যেকোনও অনুষ্ঠানেই শুভেচ্ছা বার্তা পৌঁছে যাবে আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে৷

[বছরের প্রথম দিন থেকে এই সমস্ত হ্যান্ডসেটে বন্ধ হোয়াটসঅ্যাপ পরিষেবা]

লাইক অ্যান্ড ডিসলাইক বটন ফর স্ট্যাটাস: আপনি খুব আনন্দিত কিংবা দুঃখিত৷ অথবা, আপনার প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে৷ ব্যস, সঙ্গে সঙ্গেই আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসের মাধ্যমে অনুভূতি প্রকাশ করলেন৷ এই অভ্যাস বেশিরভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর রয়েছে৷ অনেক সময় আপনার স্ট্যাটাস দেখে ব্যক্তিগতভাবে নিজের মতামতও প্রকাশ করেন কনট্যাক্ট লিস্টে থাকা পরিচিতরা৷ ‘লাইক অ্যান্ড ডিসলাইক বটন ফর স্ট্যাটাস’- এর মাধ্যমে ফেসবুকের মতো লাইক এবং ডিসলাইকও দিতে পারবেন আপনি৷

ডু নট ডিসটার্ব: হোয়াটসঅ্যাপে থাকতে পারে ডু নট ডিসটার্ব বটনও৷ ওই বটনের সাহায্যে যার মেসেজ আসলে আপনি বিরক্ত হন তাঁকে আপনার প্রতিক্রিয়াও জানাতে পারেন৷

সিডিউল মেসেজ: ধরুন আগামিকাল কারও জন্মদিন৷ ঠিক রাত ১২টা বাজলেই আপনি তাঁকে শুভেচ্ছা জানাতে চান৷ কিন্তু রোজকার কাজের ব্যস্ততায় তা ভুলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে৷ তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই থাকতে পারে সিডিউল মেসেজের বন্দোবস্ত৷ ওই ফিচারের মাধ্যমে আপনি আগে থেকেই কোনও মেসেজ সিডিউল করে রাখতে পারেন৷

[নতুন বছরে ফিট থাকতে চান? ট্রাই করুন গুগলের এই অ্যাপ]

প্রোফাইল পিকচার ভিউআর্স: এই ফিচারটি থাকলে, তার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কে গোপনে আপনার প্রোফাইল পিকচার দেখছেন৷

নোটিফিকেশন হোয়েন কনট্যাক্ট কামস অনলাইন: ধরুন কারও সঙ্গে আপনার খুব প্রয়োজন৷ তাঁর সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে৷ অথচ তিনি রয়েছেন অফলাইন, ভাবুন তো কি মুশকিল৷ সে কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ‘নোটিফিকেশন হোয়েন কনট্যাক্ট কামস অনলাইন’ ফিচার রাখার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে৷ এই ফিচারের মাধ্যমে যখনই আপনি অনলাইন হবেন, তখনই আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন৷ আর আপনি সেরে নিতে পারবেন প্রয়োজনীয় কথোপকথন৷

The post চলতি বছরেই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারে এই ফিচারগুলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement