shono
Advertisement

মহরমে অস্ত্র নিয়ে খেললে মুসলিমরা গ্রেপ্তার হবেন না কেন, সরব বিজয়বর্গীয়

রামনবমীতে অস্ত্র মিছিল, বুদ্ধিজীবীদের 'দেশদ্রোহী' বললেন দিলীপ৷ The post মহরমে অস্ত্র নিয়ে খেললে মুসলিমরা গ্রেপ্তার হবেন না কেন, সরব বিজয়বর্গীয় appeared first on Sangbad Pratidin.
Posted: 09:30 AM Apr 07, 2017Updated: 01:55 PM Dec 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী সভায় রামনবমীর মিছিলে অস্ত্র প্রসঙ্গে এবার বুদ্ধিজীবীদের আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপ ঘোষ বলেন, “ঠান্ডা ঘরে বসে ধর্ম শেখাচ্ছেন! ধর্ম নিয়ে আমাদের শেখাতে আসবেন না৷ বুদ্ধিজীবীরা দেশদ্রোহী৷ আগে বুদ্ধবাবুর কাছা ধরে চলতেন৷ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় এসেছেন৷”

Advertisement

দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় কার্যত প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়েছেন, রাজ্য সভাপতিকে গ্রেফতার করা হলে ব্যাপক আন্দোলন হবে৷ উল্লেখ্য, রামনবমীতে অনুমতি না নিয়ে অস্ত্র-সহ মিছিল করায় তিন বিজেপি নেতা-সহ কয়েকজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে সিউড়ি থানা। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।

বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি৷ এদিন সেই প্রসঙ্গেই কাঁথিতে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, “মহরমের সময় মুসলিমরা অস্ত্র নিয়ে খেলা করেন৷ তখন কোনও অভিযোগ হয় না৷ তবে আমাদের নেতা দেবতার অস্ত্র নিয়ে ঘুরলে কেন অভিযোগ হবে৷ এক রাজ্যে পৃথক নীতি কেন হবে?” একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বলেন, আমাদের নেতা গ্রেফতার হলে রাজ্যজুড়ে আন্দোলন হবে৷ হবে জেল ভরো কর্মসূচি৷

“ভারতবর্ষে যুগ যুগ ধরে ধর্মের শাষণ চলেছে, অন্যায়ের পরাজয় হয়েছে আর ন্যায়ের জয় হয়েছে। ভগবান রামচন্দ্র ধর্ম এবং ন্যায়ের প্রতীক…….” pic.twitter.com/dksNEEPuWl

— Dilip Ghosh (@DilipGhoshBJP) April 6, 2017

অস্ত্র মামলা নিয়ে অবশ্য দিলীপের পাশে দাঁড়ননি এক কেন্দ্রীয় মন্ত্রী৷ মালদহে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ দফতরের রাষ্ট্রমন্ত্রী রাও ইন্দ্রজিত্‍ সিং বলেন, “বেআইনি অস্ত্র থাকলে হোক না কেন, বিজেপি, সিপিএম বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোক হলেও ছাড় নয়৷ আইন সবার জন্য এক৷ কেউ বেআইনি অস্ত্র নিয়ে ঘুরলে রাজ্য তাঁর বিরুদ্ধে মামলা করবেই৷” তবে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে মামলা নিয়ে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন৷

The post মহরমে অস্ত্র নিয়ে খেললে মুসলিমরা গ্রেপ্তার হবেন না কেন, সরব বিজয়বর্গীয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement