সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ মুহূর্তে বাতিল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভশ্চর সুনীতা উইলিয়ামসের (Sunita Williams) মহাকাশ মিশন। মঙ্গলবারই তৃতীয় বারের জন্য মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল তাঁর। যদিও মহাকাশে ডানা মেলার আগেই স্থগিত হল মহাযাত্রা। পূর্বপরিকল্পিত অভিযান স্থগিত হল কেন? কবে ফের এই মহাকাশ অভিযান হবে? কী বলছেন বিজ্ঞানীরা?
মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৮টা বেজে ৪ মিনিট নাগাদ কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল সুনীতার। এই অভিযানে সুনীতার সঙ্গী ছিলেন বুচ উইলমোর। বোয়িংয়ের সিএসটি-১০০ স্টারলাইনার স্পেস ট্যাক্সিতে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল উভয়ের। সূত্র মারফত জানা গিয়েছে, শেষ মূহূর্তে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে মহাকাশ যানে। মেরামতিও শুরু হয়েছিল। যদিও দ্রুত সমস্যার সমাধান করতে পারেননি নাসার বিজ্ঞানীরা। বাধ্য হয়ে ভিতরে প্রবেশ করেও স্পেস ট্যাক্সি থেকে বেরিয়ে আসেন সুনীতারা। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগেই অভিযান স্থগিত করা হয়।
[আরও পড়ুন: ‘ধর্ষকের সন্তানের জন্ম দিতে বাধ্য করা যাবে না নির্যাতিতাকে’, নির্দেশ হাই কোর্টের]
সুনীতার উইলিয়ামসের অভিযান বাতিল হতেই ‘ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স এলএলসি’ (ULC) অ্যাটলাস-৫ রকেট নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আদৌ সেটি নিরাপদে মহাকাশে মানুষ পৌঁছে দিতে সক্ষম? এদিকে আচমকা তৃতীয় অভিযান বাতিল হওয়ায় মনখারাপ ৫৯ বছর বয়সি সুনীতার। এর আগে ২০০৬ এবং ২০১২ সালে মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে ৩২২ দিন মহাকাশে কাটানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি শুধু ভারতীয় বংশোদ্ভূত নন, ভারতীয় সংস্কৃতির সঙ্গেও তাঁর যোগ রয়েছে। এর আগে তিনি জানিয়েছিলন, মহাকাশে বসে সিঙ্গারা খেতে পছন্দ করেন তিনি। এবার তিনি সঙ্গে করে গণেশ মূর্তি নিয়ে যাবেন বলে জানিয়েছিলেন। যদিও সেই যাওয়া বাতিল হয়েছে শেষ মুহূর্তে।