shono
Advertisement

দিনরাত খাবারের মেনুতে লাড্ডু, বিরক্ত হয়ে বিচ্ছেদ চাইলেন স্বামী

বিচ্ছেদের কারণ শুনে অবাক প্রায় সকলেই৷ The post দিনরাত খাবারের মেনুতে লাড্ডু, বিরক্ত হয়ে বিচ্ছেদ চাইলেন স্বামী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:08 PM Aug 20, 2019Updated: 04:09 PM Aug 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ বছরের আপাত সুখী দাম্পত্য। তিন সন্তানকে নিয়ে ভরন্ত সংসার। কিন্তু আচমকাই আদালতে গিয়ে স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা করলেন উত্তরপ্রদেশের মীরাটের এক বাসিন্দা৷ কিন্তু কেন? বিচ্ছেদের কারণ শুনে তাজ্জব বিচারক থেকে আইনজীবী প্রায় সকলেই৷ শেষে বিচ্ছেদের কারণ কি না লাড্ডু!

Advertisement

[আরও পড়ুন: ছবি তোলার হিড়িক, যুবকের ঘাড় কামড়ে ধরল ‘মৃত’ চিতা]

প্রায় দশ বছর আগে বিয়ে হয় উত্তরপ্রদেশের মীরাটের ওই বাসিন্দার৷ তিন সন্তানও রয়েছে ওই দম্পতির৷ বিয়ের প্রথম কয়েকবছর দিব্যি কেটেছে দু’জনের৷ কিন্তু গোল বেঁধেছে গত কয়েক বছরে৷ স্ত্রীর দাবি, ইদানীং নাকি একটু বেশি অসুস্থ হয়ে পড়ছেন স্বামী৷ তাঁর শারীরিক সমস্যা নিয়ে বেজায় চিন্তিত মহিলা৷ তবে চিকিৎসকের কাছে যাওয়ার খুব একটা মন নেই৷ বরং রোগ সারাতে তান্ত্রিকের উপরই বেশি ভরসা রয়েছে তাঁর৷ তাই প্রায় প্রতিদিনই তান্ত্রিকের কাছে আনাগোনা লেগেই ছিল ওই মহিলার৷ তাঁর স্বামীর দাবি, দিবারাত্র শুধু লাড্ডুই খেতে দিচ্ছেন স্ত্রী৷ সকাল এবং সন্ধেয় মোট আটটি লাড্ডু খেয়েই দিন কাটছে তাঁর৷ তান্ত্রিকের কথা মেনে স্বামীকে অন্য কোনও খাবার দিতে চান না ওই মহিলা৷

বারবার স্ত্রীর কাছ থেকে খাবার চেয়েছেন ওই ব্যক্তি৷ কিন্তু তান্ত্রিকের কথা অমান্য করার মতো ঔদ্ধত্য নাকি তাঁর নেই, একথা বলেই স্বামীকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন ওই মহিলা৷এদিকে খিদের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত ওই ব্যক্তির৷ বাড়ির বাইরে বেরিয়ে বেশিরভাগ দিন নিজের পছন্দমতো খাবারদাবার খান তিনি৷ দিন যত যাচ্ছে, ততই স্ত্রীর তান্ত্রিকের প্রতি নির্ভরতায় অতিষ্ঠ হয়ে ওঠেন স্বামী৷ তাই বাধ্য হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি৷

[আরও পড়ুন: একহাতে ভেড়ার পাল, আরেক হাতে স্ত্রীকে প্রেমিকের কাছে সমর্পণ উত্তরপ্রদেশের ব্যক্তির]

বিচ্ছেদের কারণ শুনে অবাক হয়ে যান বিচারক থেকে আইনজীবী প্রায় সকলেই৷ শুধু লাড্ডু খেতে দেওয়ার জন্য যে কারও বিবাহবিচ্ছেদ হতে পারে, তা আগে শোনেননি কেউই৷ আদালতের তরফে ওই দম্পতির সঙ্গে কথাও বলা হয়৷ তবে আদালত কর্তৃপক্ষের দাবি, মহিলা এতটাই কুসংস্কারাচ্ছন্ন যে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে স্বামীকে ছাড়তে পারেন তবে তান্ত্রিকের কথা অমান্য করতে পারবেন না৷ তাই দাম্পত্য সম্পর্ক বাঁচানোর যে আর কোনও পথ নেই তা বলাই যায়৷

The post দিনরাত খাবারের মেনুতে লাড্ডু, বিরক্ত হয়ে বিচ্ছেদ চাইলেন স্বামী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার