shono
Advertisement

সারমেয়র সঙ্গে যৌনতায় লিপ্ত স্ত্রী, ভিডিও তুলল স্বামী

অভিযোগ, পাশবিক এই ক্রিয়াটি রীতিমতো উপভোগ করছিল দু’জনে৷ The post সারমেয়র সঙ্গে যৌনতায় লিপ্ত স্ত্রী, ভিডিও তুলল স্বামী appeared first on Sangbad Pratidin.
Posted: 01:28 AM Dec 21, 2016Updated: 08:34 PM Dec 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ককুকুরের সঙ্গে যৌনতায় লিপ্ত স্ত্রী৷ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করল স্বামী৷ এমনই অভিযোগ উঠল পেনসিলভেনিয়ার নবদম্পতির বিরুদ্ধে৷ গ্রেফতার করা হয়েছে ব়্যাচেল হ্যারিস (১৯) ও কোরে হ্যারিস (২৩) নামের ওই দম্পত্তিকে৷

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি প্রকাশ্যে আনে কোরে’র বোন৷ কোনও প্রয়োজনে দাদার ক্যামেরা নিয়েছিলেন তিনি৷ তাতেই দেখতে পান, ব়্যাচেল তাঁদের পোষ্য সারমেয়টির সঙ্গে যৌনকর্মে লিপ্ত৷ আর নেপথ্যে কোরে নির্দেশ দিচ্ছে কীভাবে কী করতে হবে৷ এই পাশবিক ক্রিয়াটি রীতিমতো উপভোগ করছিল দু’জনে৷

পুরো বিষয়টি দেখে প্রথমে হতবম্ব হয়ে যান কোরে’র বোন৷ পরে তিনিই পুলিশে খবর দেন৷ পশুর উপর নিষ্ঠুরতা ও অশ্লীলতার দায়ে গ্রেফতার করা হয় ব়্যাচেল ও তার স্বামী কোরেকে৷ আপাতত দু’জনকে পেনসিলভেনিয়ার স্টেট পুলিশের হেফাজতে রাখা হয়েছে৷ ১১ জানুয়ারি থেকে শুরু হবে এই মামলার শুনানি৷

The post সারমেয়র সঙ্গে যৌনতায় লিপ্ত স্ত্রী, ভিডিও তুলল স্বামী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement