shono
Advertisement

৫০ মাওবাদীকে খতম করে সুকমা আক্রমণের বদলার হুঁশিয়ারি জওয়ানের

পাল্টা আঘাত হেনে বদলা নিতে বদ্ধপরিকর তিনি৷
Posted: 03:24 PM Apr 26, 2017Updated: 09:54 AM Apr 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাও হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ সহযোদ্ধা৷ এবার ৫০ মাওবাদী খতম করে তার বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন সিআরপিএফ জওয়ান মহেন্দ্র কুমার৷ হামলায় আহত হলেও প্রাণরক্ষা হয়েছে তাঁর৷ পাল্টা আঘাত হেনে বদলা নিতে বদ্ধপরিকর তিনি৷

Advertisement

অতর্কিতেই সেনার উপর হামলা চালিয়েছিল মাওবাদীরা৷ সাম্প্রতিক অতীতে আধাসেনাদের উপর এতবড় হামলা আর হয়নি৷ ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ জওয়ান৷ এবার সেই সুকমার মাটিতে দাঁড়িয়েই মাওবাদীদের খতম করে বদলা নিতে চান এই অাধাসেনা৷ তিনি নিজেও এখনও অসুস্থ৷ লড়াইয়ে কাঁধে গুলি লেগেছিল তাঁর৷ অসুস্থতা সত্ত্বেও সহযোদ্ধাদের মৃত্যুর বদলা নেওয়ার দৃঢ় ডাক তাঁর গলায়৷

[ বাবরি কাণ্ডে অভিযুক্তরা কি পদত্যাগ করছেন, অমিতকে পাল্টা কটাক্ষ পার্থর ]

আহত আধাসেনাদের অনেকে জানাচ্ছেন, সেদিন যে কিছু একটা ঘটতে চলেছে তা আঁচ করতে পেরেছিলেন তাঁরা৷ গ্রামবাসীরাই জওয়ানদের অবস্থান জানিয়ে দিয়েছিল মাওবাদীদের৷ বেশ কয়েকজন সাধারণ মানুষ নজর রাখছিল আধাসেনার উপর৷ কিন্তু তাঁদের হাতে কোনও অস্ত্র ছিল না৷ ফলে আধাসেনা কোনও ব্যবস্থা নিতে পারেনি৷ কিন্তু তারপরেই আচমকা মাওবাদীরা বেরিয়ে এসে গুলি চালাতে শুরু করে৷ অতর্কিত এই আক্রমণে প্রথমে বেসামাল হয়ে পড়েন জওয়ানরা৷ সামলে নিয়ে পাল্টা গুলি চালানো শুরু করতেই ভাগ হয়ে যায় মাওবাদীরা৷ তিনদিক থেকে ঘিরে ধরে আধাসেনার উপর অত্যাচার চালায়৷ মহেন্দ্র কুমার জানাচ্ছেন, গুলির লড়াই চালাতেই চালাতেই তাঁর গায়ে এসে বুলেট বেধে৷ তারপর যখন তিনি চোখ খোলেন তখন তিনি হাসপাতালে৷ ততক্ষণে খবর পেয়েছেন প্রাণ হারিয়েছেন তাঁর ২৫ সহকর্মী৷ সে ক্ষত এখনও দগদগে৷ যতক্ষণ না ওই সুকমার মাটিতে দাঁড়িয়েই দ্বিগুণ মাওবাদী খতম করতে পারছেন, ততক্ষণ যেন এ জ্বালা মেটার নয়৷

বিসর্জনের জন্যও আদালতের অনুমতি লাগছে কেন, প্রশ্ন অমিতের ]

শহিদের আত্মবলিদান বৃথা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ ঠাণ্ডা মাথার খুন বলে এই ঘটনাকে অভিহিত করেছিলেন স্পরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ আগামী মে মাসে মাও অধ্যুষিত রাজ্যগুলিকে নিয়ে একটি বৈঠক ডেকেছেন তিনি৷ মাও দমনের স্ট্র্যাটেজি ঠিক করতেই এই বৈঠক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement