সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা বিশ্ব বাজি রেখেছিল হিলারির উপর৷ কিন্তু সব হিসেব উল্টে দিয়ে মার্কিন মুলুকের মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প৷ আর তাতেই বিশ্ব রাজনীতির সমীকরণ বদলাতে শুরু করেছে৷ নোট বাতিল ও ট্রাম্পের জয়ের জোড়া ফলায় এমনিতেই বিদ্ধ এশিয়ার শেয়ার বাজার৷ প্রশ্ন উঠছে, এরপর ভারত মার্কিন সম্পর্কের রঙই বা কতটা পাল্টাবে তা নিয়েও৷ মোদি-ওবামা সখ্যতা ছিল সুবিদিত৷ যে কোনও ইস্যুতেই প্রায় মোদির পাশে এসে দাঁড়াতেন ওবামা৷ বিশেষত সন্ত্রাস প্রশ্নে৷ এমনকী ভারতের এনএসজি-তে প্রবেশ নিয়ে চিনের বিরোধিতা সত্ত্বেও জোর সওয়াল করেছিল আমেরিকা৷ এখন সে সম্পর্ক কেমন থাকবে? সামনে থেকে অবশ্য ভারতের সমর্থনে বিশেষত ভারতীয় হিন্দুদের সমর্থনে মুখ খুলেছিলেন ট্রাম্প৷ তবে কি ট্রাম্পের এই জয় ভারতের পক্ষে মঙ্গলকরই হবে? রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু কিছু অমঙ্গলের ছায়াও দেখছেন৷
ট্রাম্পের জয়ে ভারতের ক্ষতি কোন কোন দিকে:
১) ভোটের গণনায় ট্রাম্প বিভিন্ন প্রদেশে এগনো শুরু করা মাত্র বিশ্ববাজারে শেয়ারে পতন দেখা দিয়েছে৷ এশিয়ার বাজারেও একই অবস্থা৷ এরই মধ্যে ভারতে বাতিল হয়েছে ৫০০, ১০০ টাকার নোট৷ ফলে শেয়ার সূচক মারাত্মক হারে নিম্নমুখী৷ এরই মধ্যে ট্রাম্পের জয়ে রীতিমতো সঙ্কিত অর্থনীতির বিশেষজ্ঞরা৷ ভারতীয় অর্থনীতিও এর ফলে জোরাল ঝাঁকুনি খাবে বলে মনে করছেন অনেকে৷
২) ভারতের প্রতি ট্রাম্পের দু’মুখো নীতিও ভয়ের কারণ৷ ট্রাম্প মুখে ভারতের সমর্থনের কথা বললেও, ভারত থেকে আমেরিকান চাকরি ফিরিয়ে নেওয়ারও সওয়াল করেছেন৷ যা ভারতের পক্ষে বেশ অস্বস্তিকর৷
৩) সবার আগে আমেরিকাকে প্রাধান্য দেওয়ার যে নীতি ট্রাম্পের, তাতে ভারতের পক্ষে কতটা বন্ধুবৎসল থাকবে মার্কিন মুলুক তা নিয়েও প্রশ্ন উঠছে৷
৪) এইচওয়ানবি ভিসা নিয়েও নিজের অনাস্থা প্রকাশ করেছিলেন ট্রাম্প৷ তাঁর ক্ষমতায় আসার পর তাই সবথেকে বেশি ধাক্কা খাওয়ার সম্ভাবনা টিসিএস, ইনফোসিসের মতো আইটি ইন্ডাস্ট্রিগুলিরই৷
ট্রাম্পের জয়ে ভারতের সুবিধা যে সব ক্ষেত্রে:
১) ট্রাম্প চিনের ঘোর বিরোধী৷ ভারত ও চিনের সম্পর্কও এখন তলানিতে৷ ফলে এক্ষেত্রে ভারত-আমেরিকা গাঁটছড়া অটুট থাকতে পারে৷ প্রচারেও চিন বিরোধিতার কথা বলেছিলেন ট্রাম্প৷ এদিক থেকে ভারতের পক্ষে ট্রাম্পের জয় সুবিধার৷ কেননা বিশ্বের অন্যতম নিয়ামক শক্তির সঙ্গে একই অবস্থানে থাকবে ভারত৷
২) পাকিস্তান প্রসঙ্গেও ট্রাম্পের ধারণা ভাল নয়৷ সে দেশকে জঙ্গিদের স্বর্গরাজ্য হিসেবেই ব্যাখ্যা করেছিলেন তিনি৷ ভারত-পাক সম্পর্কের প্রেক্ষিতেও ট্রাম্পের এই অবস্থান খুব গুরুত্বপূর্ণ৷
৩) সন্ত্রাস দমন প্রশ্নেও ট্রাম্পের অবস্থান কট্টর৷ সুতরাং এদিক থেকে ভারতের অবস্থান সুবিধাজনক৷ প্রতিরক্ষা ক্ষেত্রেও ভারত-মার্কিন সম্পর্ক বাড়বে বলেই মনে করা হচ্ছে৷
The post ট্রাম্পের জয়ে আদৌ কি লাভ হবে ভারতের? appeared first on Sangbad Pratidin.