সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজব পোশাকের জন্য খবরের শিরোনামে থাকেন উরফি জাভেদ। খোলামেলা সেই পোশাকে বাস বা মেট্রোর মতো গণ পরিবহনে ওঠার কথা হয়তো স্বপ্নেও ভাবেন না তিনিও। যদিও তীব্র গ্রীষ্মে রীতিমতো বিকিনি পরে দিল্লির (Delhi) ভিড় বাসে দেখা গেল এক তরুণীকে। ঘটনার ভিডিও করেন এক সহযাত্রী। যা হুড়মুড় করে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। প্রশ্ন উঠছে, 'শালীনতা' ও 'স্বাধীনতা'র সীমা নিয়ে। তরুণীকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের মধ্যে। একদল যেমন বিকিনি পরে ট্রাম-বাসের মতো গণ পরিবহনে চাপায় নিন্দা করেছেন, আরেক দল ব্যক্তি স্বাধীনতার কথা বলে সমর্থন করেছেন তরুণীকে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিকিনি পরিহিতা ওই তরুণী বাস উঠছেন। তাঁর পোশাকের হাল দেখে কার্যত হকচকিয়ে যান বাসের অন্য যাত্রীরা। মধ্যবয়সী এক মহিলা দ্রুত তরুণীর থেকে খানিক সরে দাঁড়ান। অন্য এক ব্যক্তি স্বল্পবসনার থেকে দূরে যেতে পড়িমরি নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান। এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওর কমেন্ট বক্স উপচে পড়েছে হাজার রকম মন্তব্যে। জনসমক্ষে বিকিনি পরায় অধিকাংশই নিন্দা করেছেন তরুণীর। অনেকে উলটো মন্তব্যও করেছেন। কেউ কেউ মশকরা করেছেন গোটা কাণ্ড নিয়েই।
[আরও পড়ুন: তারকা প্রচারকের তালিকায় সুনীতা কেজরিওয়াল, থাকবেন ইন্ডিয়ার বৈঠকে, আপের শীর্ষে তিনিই?]
এক নেটিজেন লিখেছেন, 'সম্ভবত সোশাল মিডিয়া ট্রেন্ড হতেই এই কাজ করেছেন তরুণী।' একজন প্রশ্ন তুলেছেন, 'এটা কী ধরনের নির্লজ্জতা?' অন্য এক ব্যক্তি মন্তব্য করেন, 'ওঁর শরীর, ওঁর পছন্দ।' আরও এক নেটিজেন লিখেছেন, 'ন্যূনতম নাগরিক সচেতনতা থাকলে এই কাজ করে না কেউ।' যদিও প্রশাসন বা পরিবহন সংস্থা এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি।
[আরও পড়ুন: নমাজ পড়তে গেলেই ‘গদ্দার’ কটাক্ষ! বিপাকে কেরলে বিজেপির একমাত্র মুসলিম প্রার্থী]
প্রসঙ্গত, গত বছর দিল্লি মেট্রোয় সাহসী পোশাক পরা তরুণীর ভিডিও ভাইরাল হয়েছিল। ব্রা-মিনি স্কার্ট পরা ওই তরুণীকে নিয়ে তুঙ্গে উঠেছিল বিতর্ক। অনেকেই ব্যঙ্গ এবং কটুক্তি ছুড়ে দিয়েছিলেন এই তরুণীর উদ্দেশে। নারী স্বাধীনতার অপব্যবহার করছেন, এমন মন্তব্য ধেয়ে এসেছিল। পাশাপাশি, নেহাতই মনোযোগ আকর্ষণের জন্য এমন পোশাক বেছে নিয়েছেন তিনি, এমনও অভিযোগ করেন অনেকে। এবার রাজধানীর বাসে উরফি জাভেদকে হার মানানো বিকিনি পরিহিতা তরুণীকে নিয়েও একই ধরনের কথা হচ্ছে।