shono
Advertisement

খুনের পর কাটামুন্ডু ফুটপাথে, অস্ট্রেলিয়ার তরুণীর কাণ্ডে শিউড়ে উঠেছে পুলিশও

অপরাধী মেয়েকে গ্রেপ্তার করে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে৷ The post খুনের পর কাটামুন্ডু ফুটপাথে, অস্ট্রেলিয়ার তরুণীর কাণ্ডে শিউড়ে উঠেছে পুলিশও appeared first on Sangbad Pratidin.
Posted: 06:25 PM Jul 21, 2019Updated: 06:25 PM Jul 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৃশংসতা যেন তুলনাহীন৷ যেভাবে মাকে খুন করে তা সকলের প্রদর্শনের জন্য সাজিয়ে রেখে দিয়েছিল অস্ট্রেলিয়ার এক তরুণী, তা দেখে শিউড়ে উঠেছেন দুঁদে পুলিশকর্তারাও৷ ঘাতককে গ্রেপ্তার করে অবিলম্বে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে৷

Advertisement

[আরও পড়ুন: লাদেনকে ধরিয়ে ‘বন্দি’ চিকিৎসক, ইমরানের কাছে মুক্তির আবেদন করবেন ট্রাম্প!]

ঘটনা অস্ট্রেলিয়া সিডনির৷ শনিবার পুলিশ খবর পায়, একটি হত্যাকাণ্ড ঘটে গিয়েছে৷ ঘটনাস্থলে গিয়ে সেই হত্যার দৃশ্য দেখে পুলিশের হাড় হিম হয়ে যাওয়ার জোগাড়৷ জানা যায়, মাকে খুনের পর ছিন্ন মুন্ডুটি মেয়ে রেখে দিয়েছে বাড়ির সামনের ফুটপাথে৷ যা দেখে দুঁদে গোয়েন্দারাও বলছেন, সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দৃশ্য৷ আর অপরাধী নিজে লুকিয়ে ছিল প্রতিবেশীর বাগানে একটি ঝোপের পিছনে৷ যা আবার চেখে পড়ে প্রতিবেশীর বছর চারের ছেলের৷ এমন নৃশংস দৃশ্য দেখে সে নিজেও অসুস্থ হয়ে পড়েছে৷

সিডনির গোয়েন্দা কর্তা ব্রেট ম্যাকফাডেনের কথায়, ‘পুলিশকে অনেক ধরনের অপরাধ চাক্ষুষ করতে হয়৷ কিন্তু এই দৃশ্য আমাদের কাছে একেবারে নতুন, এবং এতটা নৃশংস যে আমাদেরই সম্বিৎ ফিরে পেতে সমস্যা হচ্ছে৷’ অভিযোগের ভিত্তিতে খুনি মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাকে আদালতে পেশ করা হয়েছিল৷ বিচারক সবটা খতিয়ে দেখে জানান, অপরাধীর মানসিক চিকিৎসা প্রয়োজন৷ তাই তাকে পাঠানো হয়েছে মানসিক হাসপাতালে৷ তাই সে জামিনের আবেদনও করতে পারেনি৷

[আরও পড়ুন: ইরানের সঙ্গে ঘনাল যুদ্ধের মেঘ, সৌদি আরব পাড়ি দিচ্ছে মার্কিন ফৌজ]

মা কিংবা বাবাকে খুন করেছে সন্তান, এমন ঘটনা পৃথিবীতে বিরল নয় একেবারেই৷ কিন্তু অস্ট্রেলিয়ার ২৫ বছরের তরুণী যা করলেন, বিশেষত খুনের পর তার কার্যকলাপ বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলেই মনে করছে পুলিশ৷ এতেই তার জটিল মনোস্তত্বের বিষয়টি উঠে আসছে৷ তাই হয়তো আদালতের তরফে তাকে মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে৷ তবে সাতসকালে উঠে সামনের রাস্তায় ওরকম একটা কাটামুন্ডু দেখে প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দারা যেভাবে আঁতকে উঠেছেন, সেই রেশ এত দ্রুত কাটেনি৷

The post খুনের পর কাটামুন্ডু ফুটপাথে, অস্ট্রেলিয়ার তরুণীর কাণ্ডে শিউড়ে উঠেছে পুলিশও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement