সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনে বিপত্তি। চার্চের অন্দরে সেলফি তুলতে গিয়ে আগুন ধরে গেল তরুণীর চুলে। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে (St. Cathedral church in Kolkata)। যদিও দ্রুত পরিস্থিতি নিয়য়ন্ত্রণে চলে আসে।
বড়দিনে ছুটির আমেজে মেতেছে বাঙালি। বহু ভিন্ন ধর্মালম্বী মানুষ ভিড় জমাচ্ছেন কলকাতার আশপাশের চার্চে। স্বাভাবিকভাবে এদিন সকাল থেকেই ভিড় জমেছিল সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। ভিড়ে মিশে এক তরুণী তাঁর বন্ধু-বান্ধবীদের নিয়েও চার্চে গিয়েছিলেন। বাকিদের মতো মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছিলেন ওই তরুণী। তার পর ট্রেন্ড মেনে সেই জ্বলন্ত মোমবাতিকে ব্যাকগ্রাউন্ডে রেখে সেলফি তুলছিলেন তিনি। তখনই বাঁধে বিপত্তি।
[আরও পড়ুন: রাজ্য কমিটির পর এবার বঙ্গ বিজেপির জেলাস্তরে আমূল রদবদল, অপসারিত ৩০ জেলা সভাপতি]
প্রত্যক্ষদর্শীরা জানান, সেলফি তোলার সময় অসাবধানতাবশত জ্বলন্ত মোমবাতি থেকে তরুণীর চুলে আগুন ধরে যায়। জ্বলে যায় চুলের বেশকিছুটা অংশ। তবে উপস্থিত অন্যান্যদের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। নিভিয়ে ফেলা হয় আগুন। বিপদ ছড়ানোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। এই ঘটনার পরই চার্চ কর্তৃপক্ষ ভিড় জমানো জনতাকে বারবার সাবধান করছেন। সেলফি তোলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে।
[আরও পড়ুন: গ্রাহক নিজে না গেলেও এবার রেশন তুলতে পারবেন ‘নমিনি’, কীভাবে জানেন?]
সেলফি তুলতে গিয়ে বিপত্তি এই প্রথম নয়। ইতিপূর্বে এই সেলফি তুলতে গিয়ে নানা বিপত্তি ঘটেছে। কখনও চলন্ত ট্রেনের গেটে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে পড়ে গিয়েছেন কেউ। তো কেউ ট্রেনের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে বিপত্তি বেঁধেছে। এবার ভিড়ে ঠাসা চার্চে জ্বলন্ত মোমবাতি নিয়ে ছবি তুলতে গিয়ে বিপত্তি বাঁধালেন তরুণী।