shono
Advertisement

কলেজে ভরতির নামে তোলাবাজি বরদাস্ত নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আশুতোষ কলেজে 'সারপ্রাইজ ভিজিট' মমতার৷ The post কলেজে ভরতির নামে তোলাবাজি বরদাস্ত নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:14 PM Jul 02, 2018Updated: 01:44 PM Jul 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজে ভরতির নামে তোলাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷ ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার কালীঘাটের বাড়িতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠান তিনি৷ বেশ কিছুক্ষণ ধরে চলে বৈঠক৷ বৈঠকে আরও বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন বলে খবর৷ সূত্রের খবর, কলেজে ভরতি সংক্রান্ত অভিযোগ পেলেই, শিক্ষামন্ত্রীকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বৈঠক শেষে আশুতোষ কলেজে ‘সারপ্রাইজ ভিজিট’ করেন তিনি৷

Advertisement

[ভরতির নামে তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস]

শহর থেকে শহরতলি৷ বিভিন্ন কলেজে ভরতির জন্য পড়ুয়াদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ৷ বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্ত শাসক দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাই৷ সোমবার ভরতির নামে তোলাবাজির অভিযোগে জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস তিতান সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়েও টিএমসিপির সক্রিয় সদস্য৷ এমনকী, খোদ টিএমসিপি সভানেত্রী জয়া দত্তেরও অত্যন্ত ঘনিষ্ঠ৷ সুরেন্দ্রনাথ কলেজে আবার তোলাবাজির নাম জড়িয়েছে কলেজের এক গ্রুপ ডি কর্মীর৷ তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে মার্কশিট ও অন্যন্য গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে লালবাজারের গোয়েন্দারা৷ ঘটনায় রীতিমতো ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং৷ শনিবার কলেজে বহিরাগতদের প্রবেশ রুখতে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন তিনি৷ এরপর কলকাতা পুলিশের তরফে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়৷ শুধু প্রশানসিক স্তরেই নয়, তৃণমূল কোর কমিটি বৈঠকেও ছাত্রনেতাদের সতর্ক করে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, তাতেও পরিস্থিতির বিশেষ হেরফের ঘটেনি৷

এরপরই সোমবার সকালে কালীঘাটের বাড়িতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী৷ তাঁর বাড়িতে যান আরও বেশ কয়েকজন মন্ত্রীও৷ সকলকে নিয়ে বৈঠক হয়৷ সূত্রের খবর, বৈঠকে কলেজে ভরতি নামে তোলাবাজির অভিযোগ নিয়ে সরকারের কড়া অবস্থান ফের একবার স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী৷ শিক্ষামন্ত্রীকে তাঁর নির্দেশ, ভরতির নামে তোলাবাজি কোনএভাবেই বরদাস্ত করা হবে না৷ অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিতে হবে৷ বৈঠক শেষে মুখ্যমন্ত্রী নিজে ‘সারপ্রাইজ ভিজিট’  করেন হাজরার আশুতোষ কলেজে৷

[মঞ্চ কাঁপিয়ে ভাইরাল ‘ব্যতিক্রমী’ ডাক্তারদের ‘মেটিরিয়া মেডিকা’]

The post কলেজে ভরতির নামে তোলাবাজি বরদাস্ত নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement