shono
Advertisement

৩২ দেশের ৩২রকমের বিয়ার, দল ছিটকে গেলেই অভিনব সেলিব্রেশন এই ভদ্রলোকের

নেটদুনিয়ায় ভাইরাল এই ছবি৷ The post ৩২ দেশের ৩২রকমের বিয়ার, দল ছিটকে গেলেই অভিনব সেলিব্রেশন এই ভদ্রলোকের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:40 PM Jun 29, 2018Updated: 12:47 PM Mar 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিকল্পনা ছিল বিশ্বকাপটাকে একটু অন্যভাবে উপভোগ করার৷ সেই মতো আগে থেকেই সব বন্দোবস্ত করেছিলেন৷ আর টুর্নামেন্ট শুধু হতেই সেই পরিকল্পনা সুপারহিট৷ এক্কেবারে খবরের শিরোনামে এই ভদ্রলোক৷

Advertisement

ভদ্রলোকের নাম গাস হালি৷ বাড়ি ব্রিটেনের চেল্টেনহ্যাম টাউনে৷ বিশ্বকাপের সূচনা লগ্ন থেকেই যাঁর কীর্তি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন তিনি৷ সেখানেই ধরা পড়েছে তাঁর কীর্তি৷ দেখা যাচ্ছে, ৩২টি আলাদা বিয়ারের বোতল সাজিয়ে বসেছেন৷ ব্যাপারটা কী? এক রাতেই সব সাবার করার মতলব নাকি? না, আসলে রাশিয়া বিশ্বকাপে যে সমস্ত দেশ অংশ নিয়েছে, সেই প্রত্যেকটি দেশের জন্য বরাদ্দ একটি করে বিয়ার৷ বিশ্বকাপ থেকে যখন যে দল ছিটকে যাচ্ছে, তখন সেই দেশের বিয়ারের ছিপি খুলছেন তিনি৷ তবে বিয়ারগুলি যে সে বিয়ার নয়৷ অংশগ্রহণকারী ৩২ টি দেশ থেকে আনা সেখানকার জনপ্রিয় বিয়ারটি৷ স্পেন, জার্মানি, ফ্রান্সের নামজাদা বিয়ার পাওয়া খুব একটা কঠিন কাজ নয়৷ তবে ইরান বা সৌদি আরবের মতো অ্যালকোহল মুক্ত দেশ থেকেও বিয়ার সংগ্রহ করেছেন তিনি৷ নিঃসন্দেহে নিজের ফুটবলের রাতগুলিকে রঙিন করে তুলতে, রীতিমতো পড়াশোনা করেছেন হালি৷

[বিশ্বকাপ থেকে বিদায়ের ‘শাস্তি’, সেনায় যোগ দিতে হবে দঃ কোরিয়ান ফুটবলারদের!]

বিশ্বকাপ এগোনোর সঙ্গে সঙ্গে খালি হচ্ছে একটি করে বিয়ারের বোতলও৷ তবে হালির ছবি ঘিরে বিতর্কও তৈরি হয়েছে৷ এমন পোস্টে ক্ষুব্ধ সৌদি সমর্থকরা৷ তাঁদের দাবি, সৌদি মদমুক্ত দেশ৷ তাই তাঁদের ছিটকে যাওয়াকে এভাবে সেলিব্রেট করা ঠিক নয়৷ তবে বাকি বিয়ারগুলি বেশ আয়েস করে পান করলেও ইংল্যান্ড ছিটকে যাওয়াও কি একইভাবে সেলিব্রেট করবেন তিনি? সে উত্তরের জন্য আরও একটু অপেক্ষা করতেই হবে৷ আরও একটি বিষয় জানতে উৎসুক ফুটবলপ্রেমীরা৷ ১৫ জুলাই তাঁর সংগ্রহের কোন বোতলটি শেষমেশ বেঁচে যায়৷

[কলঙ্কিত ফুটবল স্পিরিট, গ্যালারিতেই হাতাহাতি ব্রাজিল-সার্বিয়ার সমর্থকদের]

The post ৩২ দেশের ৩২রকমের বিয়ার, দল ছিটকে গেলেই অভিনব সেলিব্রেশন এই ভদ্রলোকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement