সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। শনিবার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ে আততায়ীর গুলিতে অন্তত দু'জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ৮। প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি জানিয়েছেন, পুলিশ আইভি লিগ ক্যাম্পাসে অপরাধীর সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
এদিন ছিল পরীক্ষার দ্বিতীয় দিন। এই পরিস্থিতিতে আচমকাই হামলায় ঘটনায় আতঙ্ক ছড়াল। হামলার দু'ঘণ্টা পরও ক্যাম্পাসে থিকথিক করছে পুলিশ। আশপাশের বাসিন্দাদের ঘরের ভিতরেই থাকতে বলা হয়েছে। যতক্ষণ না পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, সকলেই সতর্ক থাকতে হবে, বলে জানাচ্ছে পুলিশ।
এদিকে জানা যাচ্ছে, আততায়ীর পরনে ছিল কালো পোশাক। তাকে সিসিটিভিতে বিল্ডিং থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। তাকে চিহ্নিত করতে মরিয়া প্রয়াস চালাচ্ছে পুলিশ। এদিকে একজন সন্দেহভাজনকে প্রাথমিক ভাবে আটক করা হলেও পরে দেখা যায় তাঁর সঙ্গে হামলার কোনও যোগ নেই। ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। সোশাল মিডিয়ায় পোস্ট করে আহতদের ও তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বুধবারও আমেরিকায় বন্দুকবাজের হামলার (US University Shooting) কথা জানা গিয়েছিল। কেনটাকি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মৃত্যু হয় একজন পড়ুয়ার। আহত হন আরও একজন। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও হামলাকারীর পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে জানা গিয়েছে।
এছাড়াও সম্প্রতি আমেরিকায় বারবার বন্দুকবাজের হামলা হয়েছে। এর মধ্যে অন্যতম নভেম্বরের শেষ সপ্তাহে হোয়াইট হাউসের সামনে হামলার ঘটনা। এলোপাথাড়ি গুলিতে গুরুতর আহত হন দুই ন্যাশনাল গার্ড। ঘটনায় দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পরই ফুঁসে ওঠেন ট্রাম্প। কড়া প্রতিক্রিয়া দিয়ে মার্কিন প্রসিডেন্ট জানিয়ে দেন, হামলাকারীকে এর মূল্য চোকাতে হবে। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
