shono
Advertisement
Donald Trump

'ভয়ংকর প্রত্যাঘাত করব', সিরিয়ায় আইএস হামলায় তিন মার্কিনের মৃত্যুতে গর্জে উঠলেন ট্রাম্প

হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিবও।
Published By: Biswadip DeyPosted: 10:20 AM Dec 14, 2025Updated: 05:27 PM Dec 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সিরিয়ায় মাথাচাড়া দিয়ে উঠেছে আতঙ্কের ইসলামিক স্টেট! অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা জওয়ানের পাশাপাশি এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আর এরপরই ফুঁসে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। 'প্রবল প্রত্যাঘাতে'র হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানিয়েছেন, আহতদের চিকিৎসা চলছে। তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

Advertisement

নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, 'সিরিয়ার এক বিপজ্জনক অঞ্চলে ইসলামিক স্টেট হামলা চালিয়েছে আমেরিকা ও সিরিয়ার বিরুদ্ধে। যে অঞ্চলে ওদের (সিরিয়া) সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই।' তাঁর হুঁশিয়ারি, 'ভয়ংকর প্রত্যাঘাত করা হবে।' পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, আহমেদ আল-শারায় যা ঘটেছে তাতে তিনি মর্মাহত। এবং সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, সিরিয়া মার্কিন সেনাদের পাশাপাশি এই লড়াইয়ে শামিল রয়েছে। আল-শারা এই ঘটনায় ফুঁসছে বলেও দাবি করেন ট্রাম্প।

কেবল ট্রাম্পই নন এই ঘটনায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিবও। এক্স হ্যান্ডেলে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, ‘এটা সকলের জেনে রাখা উচিত, কেউ যদি আমেরিকানদের উপর হামলা চালায় তবে সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাঁর জীবনের শেষ প্রহর চলছে। আমেরিকা তাকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে।’

শনিবার আমেরিকার সেন্ট্রাল কমান্ডের তরফে এই হামলার কথা প্রকাশ্যে আনা হয়। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, মার্কিন সেনার একটি বৈঠক চলাকালীন সেখানে অতর্কিতে হামলা চালায় এক আইএস জঙ্গি। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলিবৃষ্টি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জওয়ান ও এক মার্কিন নাগরিকের। পাশাপাশি এই হামলায় আরও ৩ সেনা জওয়ান গুরুতর আহত হয়েছেন। পালটা গুলিতে ওই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে মার্কিন সেনার তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের সিরিয়ায় মাথাচাড়া দিয়ে উঠেছে আতঙ্কের ইসলামিক স্টেট!
  • অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা জওয়ানের পাশাপাশি এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
  • এরপরই ফুঁসে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'প্রবল প্রত্যাঘাতে'র হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
Advertisement