shono
Advertisement
Narges Mohammadi

ইরানে ফের গ্রেপ্তার নোবেলজয়ী সমাজকর্মী নার্গিস মোহাম্মদি, নিন্দায় সরব বিশ্ব

২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন নার্গিস।
Published By: Amit Kumar DasPosted: 02:34 PM Dec 14, 2025Updated: 02:34 PM Dec 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানে গ্রেপ্তার হলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদি। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। তাঁর সংস্থা 'নার্গিস ফাউন্ডেশন'-এর দাবি, মাশহাদ শহরে আইনজীবী খোসরু আলিকোরদিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মোহাম্মদি। সেখান থেকেই মারধর করার পর ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কারজয়ীকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এই তথ্য প্রকাশ্যে আসার পর নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব।

Advertisement

ইরানে মহিলাদের ওপর নিপীড়নের বিরুদ্ধে তাঁর উদ্যোগ এবং মানবাধিকারের জন্য লড়াইয়ে অবদানের জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল তাঁকে। কিছুদিন আগেই মৃত্যু হয়েছে আইনজীবী খোসরু আলিকোরদির। নিজের কার্যালয় থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে খোসরু আলিকোরদির স্মরণসভায় যোগ দিতে গিয়েছিলেন নার্গিস। দুই দশক ধরে বেশিরভাগ সময়ই তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে কাটিয়েছেন। মানবাধিকারের বিষয়ে কারাগারে থেকেও সরব ছিলেন নার্গিস। গত বছরের ডিসেম্বর মাসে চিকিৎসার জন্য তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। তারই মাঝে ফের গ্রেপ্তার হলেন তিনি।

৫৩ বছর বয়সি নার্গিস মহাম্মদিকে গ্রেপ্তার করার পরে উদ্বেগ প্রকাশ করেছে নোবেল কমিটি। অবিলম্বে কোনও রকম শর্ত ছাড়াই তাঁকে মুক্তি দেওয়ার জন্যও কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছে নোবেল কমিটি। তবে শনিবার ভোর রাত পর্যন্ত গ্রেপ্তারি নিয়ে কোনও মন্তব্য করেনি ইরান। উল্লেখ্য, ৫৩ বছর বয়সি এই সমাজকর্মীকে একাধিকবার হেনস্তা করেছে ইরানের প্রশাসন। সব মিলিয়ে মোট ১৫ বার গ্রেপ্তার হয়েছেন নার্গিস। পাঁচটি অভিযোগে ইতিমধ্যেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে ইরানের আদালত। এখনও ১৫৪টি অভিযোগ রয়েছে নার্গিসের বিরুদ্ধে। আপাতত ৩১ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইরানে গ্রেপ্তার হলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদি।
  • শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী।
  • এই তথ্য প্রকাশ্যে আসার পর নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব।
Advertisement