সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় পণ্যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৫০ শুল্ক চাপিয়েছে। সেই পথে হেঁটে ভারতের কিছু পণ্যে একই পরিমাণ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার পড়শি দেশ মেক্সিকোও। তা নিয়ে এ বার মুখ খুলল নয়াদিল্লি। স্পষ্ট জানিয়ে দিল, আলোচনার মাধ্যমে জট না কাটলে ভারতও উপযুক্ত পদক্ষেপ করবে।
নতুন শুল্ক নীতিতে সম্মতি দিয়েছে মেক্সিকোর সেনেট। তাতে বলা হয়েছে, যে সব দেশের সঙ্গে মেক্সিকোর মুক্ত বাণিজ্য চুক্তি নেই, সেই সব দেশের পণ্যে ৫-৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হবে। ভারতও সেই তালিকাতেই পড়ে। এ ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, চিন এবং থাইল্যান্ড। সূত্রের খবর, এ নিয়ে মেক্সিকোর সঙ্গে আলোচনা চালাচ্ছিল নয়াদিল্লি। ভারতকে নয়া শুল্ক নীতির বাইরে রাখার আবেদন করা হয়েছিল। কিন্তু তাতে রাজি হয়নি মেক্সিকোর সরকার।
সংবাদ সংস্থা পিটিআই-কে এক আধিকারিক বলেছেন, মেক্সিকোর পার্লামেন্টে নয়া শুল্ক নীতি সংক্রান্ত বিল পেশ হওয়ার পরেই সে দেশের আধিকারিকদের সঙ্গে ভারতের আলোচনা শুরু হয়। বিশ্ব বাণিজ্য নীতি মেনে দু'দেশই যাতে উপকৃত হয়, তেমন চুক্তি নিয়ে মেক্সিকোর অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা চালাচ্ছিল ভারতের বাণিজ্য মন্ত্রক। বৈঠকও হয়েছিল দু'দেশের মধ্যে। ভবিষ্যতেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। সরকারি আধিকারিক সংবাদ সংস্থাকে বলেছেন, "ভারতের রপ্তানিকারকদের স্বার্থ সুরক্ষিত করতে বদ্ধপরিকর সরকার। সেইমতো পদক্ষেপও করা হবে। পাশাপাশি আলোচনাও চালিয়ে যাবে দু'দেশ। মেক্সিকোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে ভারত গুরুত্ব দেয়।"
ভারত থেকে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, বৈদ্যুতিক যন্ত্রপাতি, জৈব রাসায়নিক, ওষুধ, পোশাক এবং প্লাস্টিকের পণ্য মেক্সিকোতে রফতানি করা হয়। পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ সালে মেক্সিকোতে মোট ৫২ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করেছিল ভারত। মেক্সিকো থেকে আমদানি করা হয়েছিল ২৬ হাজার কোটি টাকার পণ্য। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনও রকম পূর্ব-আলোচনা ছাড়াই মেক্সিকো চড়া হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ায় নয়াদিল্লি খানিক অসন্তুষ্ট। সরকারি আধিকারিককে উল্লেখ করে তা জানিয়েছে পিটিআই।
