shono
Advertisement
Syria

সিরিয়ায় ফের ইসলামিক স্টেট সন্ত্রাস! অতর্কিত হামলায় মৃত্যু একাধিক মার্কিন সেনার

পালটা হামলায় মৃত্যু হয়েছে জঙ্গির।
Published By: Amit Kumar DasPosted: 11:41 PM Dec 13, 2025Updated: 11:41 PM Dec 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাশার-আল-আসাদ সরকারের পতনের পর ফের সিরিয়ায় মাথাচাড়া দিয়ে উঠল আতঙ্কের ইসলামিক স্টেট! মধ্য সিরিয়ায় মার্কিন সেনার উপর ভয়ংকর হামলা চালাল এই জঙ্গি গোষ্ঠী। অতর্কিত এই হামলায় দুই মার্কিন সেনা জওয়ানের পাশাপাশি এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

শনিবার আমেরিকার সেন্ট্রাল কমান্ডের তরফে এই হামলার কথা প্রকাশ্যে আনা হয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, মার্কিন সেনার একটি বৈঠক চলাকালীন সেখানে অতর্কিতে হামলা চালায় এক আইএসআইএস জঙ্গি। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলি বৃষ্টি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জওয়ান ও এক মার্কিন নাগরিকের। পাশাপাশি এই হামলায় আরও ৩ সেনা জওয়ান গুরুতর আহত হয়েছেন। পালটা গুলিতে ওই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে মার্কিন সেনার তরফে। এই ঘটনার পর মার্কিন প্রতিরক্ষা সচিব এক্স হ্যান্ডেলে কড়া হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, 'এটা সকলের জেনে রাখা উচিত, কেউ যদি আমেরিকানদের উপর হামলা চালায় তবে সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাঁর জীবনের শেষ প্রহর চলছে। আমেরিকা তাঁকে খুঁজে বের করবে এবং নির্মমভাবে হত্যা করবে।'

উল্লেখ্য, বাশারের পতনের পর এই প্রথম সিরিয়ার মাটিতে এতবড় হামলা চলাল ইসলামিক স্টেট। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীকে নিকেশ করতে পূর্ব সিরিয়ায় বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করেছে আমেরিকা। গতমাসেই আইসিসের বিরুদ্ধে লড়াই করতে আন্তর্জাতিক জোটে যোগ দেয় সিরিয়ার নয়া সরকার। বাশারের আমলে আমেরিকার সঙ্গে কোনও কূটনৈতিক সম্পর্ক ছিল না সিরিয়ার। তবে সরকার বদলের পর সে পরিস্থিতি বদলেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা গত মাসে ওয়াশিংটনে এসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে, ২০১৯ সালে সিরিয়ায় লাগাতার হামলায় ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের কোমর ভেঙে দেওয়া হলেও এদের স্লিপার সেলগুলি এখনও সক্রিয়। দেশের নানা প্রান্তে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে তারা। রিপোর্ট অনুযায়ী, সিরিয়া ও ইরাকে এখনও এই গ্রুপের ৫ হাজার থেকে ৭ হাজার জঙ্গি এখনও সক্রিয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাশার-আল-আসাদ সরকারের পতনের পর ফের সিরিয়ায় মাথাচাড়া দিয়ে উঠল আতঙ্কের ইসলামিক স্টেট!
  • মধ্য সিরিয়ায় মার্কিন সেনার উপর ভয়ংকর হামলা চালাল এই জঙ্গি গোষ্ঠী।
  • অতর্কিত এই হামলায় দুই মার্কিন সেনা জওয়ানের পাশাপাশি এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
Advertisement