shono
Advertisement
Gaza

প্যালেস্তিনীয়দের শেষ আশ্রয়ে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, মৃত ২১

গাজায় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা রাষ্ট্রসংঘের।
Published By: Anwesha AdhikaryPosted: 02:35 PM May 12, 2024Updated: 02:35 PM May 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্তিনীয়দের শেষ আশ্রয় রাফায় (Rafah) লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের। শনিবার এই হামলায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গোটা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। তাদের তরফে জানানো হয়েছে, রাফায় ইজরায়েলি অভিযান যদি এভাবেই চলতে থাকে তাহলে বিশাল বিপর্যয় নেমে আসবে। উল্লেখ্য, দিন পাঁচেক আগেই রাফায় ঢুকে অভিযান শুরু করেছে ইজরায়েলি সেনা।

Advertisement

শনিবারই হামাস অভিযোগ করেছিল, রাফায় আক্রমণের ঝাঁজ বাড়িয়ে চলেছে ইজরায়েল (Israel)। শহরের পূর্ব ও মধ্য অংশেও ঢুকে পড়েছে সেনা। যদিও অভিযান শুরুর আগে রাফার পশ্চিম দিক থেকে আমজনতাকে সরে যাওয়ার নির্দেশ হয়েছিল বলে ইজরায়েলি সেনা দাবি করেছে। সেই সঙ্গে সেনার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সশস্ত্র জঙ্গিদের সঙ্গে লড়াই করেছে তারা। মাটির নীচে জঙ্গিদের ব্যবহৃত বহু সুড়ঙ্গেরও হদিশ মিলেছে।

[আরও পড়ুন: ফের উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, বিক্ষোভ দমনে মারমুখী পুলিশ, মৃত অন্তত ৩

সেই সংঘাতের আবহেই শুক্রবার গাজার (Gaza) একাধিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। সেই হামলায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। কেবল রাফা নয়, গাজার আরও বেশ কয়েকটি এলাকাতেও আছড়ে পড়েছে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র। মূলত হামলা হয়েছে গাজার উত্তরদিকে। ইজরায়েলি সেনার দাবি, রাফাকে ঘাঁটি করে ফের শক্তি বাড়াতে চাইছে হামাস (Hamas) জঙ্গিরা। সেই জন্যই রাফায় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গাজার এই পরিস্থিতিতে গভীরভাবে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ইজরায়েল যদি রাফায় পুরোদস্তুর যুদ্ধ শুরু করে তাহলে ভয়াবহ বিপর্যয় ঘটবে। তবে রাফায় ইজরায়েলি অভিযানে 'ক্ষুব্ধ' আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, রাফায় বড়মাপের অভিযান চালালে আর আমেরিকার থেকে কোনও অস্ত্র পাবে না ইজরায়েল। ইতিমধ্যে বিরাট পরিমাণের গোলা-বারুদের সরবরাহ স্থগিত করে দিয়েছে আমেরিকা।

[আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে এবার পরমাণু যুদ্ধ? ইরানের হুঁশিয়ারির পর বাড়ছে আশঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিন পাঁচেক আগেই রাফায় ঢুকে অভিযান শুরু করেছে ইজরায়েলি সেনা।
  • সেনার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সশস্ত্র জঙ্গিদের সঙ্গে লড়াই করেছে তারা। মাটির নীচে জঙ্গিদের ব্যবহৃত বহু সুড়ঙ্গেরও হদিশ মিলেছে।
  • গাজার এই পরিস্থিতিতে গভীরভাবে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ইজরায়েল যদি রাফায় পুরোদস্তুর যুদ্ধ শুরু করে তাহলে ভয়াবহ বিপর্যয় ঘটবে।
Advertisement