সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েক আগেই ক্যারিবিয়ান সাগরে একটি মাদক চোরাচালানকারী ডুবজাহাজ ধ্বংস করেছল আমেরিকা। এবার প্রশান্ত মহাসাগরে একটি জাহাজে বিমান হামলা চালাল মার্কিন সেনা। ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ খবরটি নিশ্চিত করেছেন।
বুধবার তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনা পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি জাহাজে হামলা চালিয়েছে। এই জাহাজটি একটি সন্ত্রাসবাদী সংগঠন দ্বারা পরিচালিত ছিল এবং সেটির মাধ্যমে মাদক পাচার করা হচ্ছিল। ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। তারা প্রত্যেকেই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।’ একইসঙ্গে অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গিয়েছে কীভাবে এই হামলা চালিয়েছে মার্কিন সেনা। তবে জাহাজটিতে ঠিক কী মাদক ছিল, তা এখনও জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে, তাতে নিষিদ্ধ ফেন্টানিল জাতীয় মাদক থাকার সম্ভাবনাই বেশি।
উল্লেখ্য, মাদকপাচারকারী জাহাজে আমেরিকার এই অভিযান প্রথম নয়। এর আগে ক্যারিবিয়ান সাগরে একাধিক জাহাজ এবং ডুবজাহাজে হামলা চালিয়েছে সেগুলি ধ্বংস করেছে মার্কিন সেনা। সেপ্টেম্বর মাস থেকে ক্যারিবিয়ান সাগরে অন্তত ছ’টি মাদকবাহী জলযানে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে বলে খবর। এর মধ্যে বেশিরভাগই স্পিডবোট ছিল। মার্কিন গোয়েন্দাদের দাবি এগুলি ভেনেজুয়েলা থেকে যাত্রা শুরু করেছিল।
