shono
Advertisement

ক্যাথলিক জমায়েতে IS হামলা! ফিনিপিন্সে বিস্ফোরণে প্রাণ গেল ৩ জনের

শনিবারই এক অভিযানে ১১ জেহাদিকে নিকেশ করেছিল ফিলিপিন্স সেনা।
Posted: 11:28 AM Dec 03, 2023Updated: 04:25 PM Dec 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় জমায়েতে জেহাদি হামলা। প্রাণ গেল ৩ জনের। জখম হয়ে হাসপাতালে অন্তত ৯। রবিবার দক্ষিণ ফিলিপিন্সের (Philippines) এক বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ ঘটায় মৌলবাদীরা।

Advertisement

ফিলিপিন্সের মারাই শহরের মিনদানাও স্টেট ইউনিভার্সিটিতে রবিবার ধর্মীয় প্রার্থনা চলছিল। জমায়েত করেছিলেন ক্যাথলিকরা। সেখানেই বিস্ফোরণ ঘটে। এলাকার পুলিশ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোব্লেজা জানান, প্রতিশোধস্পৃহা থেকেই বিস্ফোরণ। হামলা চালিয়েছে ইসলামিক স্টেট পন্থী জঙ্গিরা। প্রসঙ্গত, শনিবারই এক অভিযানে ইসলামিক স্টেটের সমর্থক ১১ জেহাদিকে নিকেশ করেছিল ফিলিপিন্স সেনা। তারই বদলা নিতে এই হামলা চালানো হয় বলে মনে করছে প্রশাসন।

[আরও পড়ুন: বার বার জ্ঞান হারাচ্ছেন বনমন্ত্রী, ‘ঠাকুর দোষ নিও না’, কেবিনে শুয়ে প্রার্থনা বালুর]

এলাকার প্রশাসনিক প্রধানের তরফে শিক্ষা প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা করা হয়েছে। এটা সাংস্কৃতিক শান্তি ও মেলবন্ধনের স্থান। সেখানে বিস্ফোরণ মেনে নেওয়া যায় না। হামলাকারীদের উপযুক্ত সাজার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। উল্লেখ্য়, ২০১৭ সালে ৫ মাসের জন্য শহরের দখল নিয়ে রেখেছিল IS। 

[আরও পড়ুন: স্ত্রীর কান ছিঁড়ে ‘অত্যাচার’, থানায় অভিযোগ জানানোয় শ্বশুরবাড়িতে আগুন লাগাল জামাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement