shono
Advertisement
California

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে মৃত অন্তত ৪

আহতের সংখ্যা ১০।
Published By: Subhodeep MullickPosted: 11:52 AM Nov 30, 2025Updated: 12:25 PM Nov 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত আমেরিকা। এবার ঘটনাস্থল উত্তর ক্যালিফোর্নিয়ার স্টকটন। রবিবার রাতে সেখানে একটি ব্যাংকোয়েটে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন হামলা চালায় আতাতীয়রা। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সেদেশের পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Advertisement

জানা গিয়েছে, এদিন রাতে ব্যাংকোয়েটটিতে একটি জন্মদিনের অনুষ্ঠান চলছিল। উপস্থিত ছিলেন বহু মানুষ। ভিড় জমিয়েছিল বহু শিশুও। সেই সময় সেখানে প্রবেশ করে দুষ্কৃতীরা। এরপরই ভিড় লক্ষ্য করে তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অনেকে। তারপরই সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। গুলির আওয়াজ এবং মানুষজনের আর্তনাদ শুনে ছুটে আসেন আশপাশের স্থানীয়রা। কিন্তু ততক্ষণে সেখান থেকে চম্পট দেয় বন্দুকবাজের দল।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে এই হামলায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আততায়ীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত আমেরিকা।
  • এবার ঘটনাস্থল উত্তর ক্যালিফোর্নিয়ার স্টকটন।
  • রবিবার রাতে সেখানে একটি ব্যাংকোয়েটে হামলা চালায় আতাতীয়রা।
Advertisement