নেপালে দুর্ঘটনাগ্রস্ত বিমানে কমপক্ষে ৫ ভারতীয়র মৃত্যুর আশঙ্কা, চলছে উদ্ধার কাজ

04:53 PM Jan 15, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭২ জনকে নিয়ে নেপালে (Nepal) বিমান ভেঙে (Plane Crash) পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৬৮ জনের দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিমানে ছিলেন কমপক্ষে ১৫ জন বিদেশি যাত্রী। তাঁদের মধ্যে পাঁচজন ভারতীয়। এছাড়াও রুশ, কোরিয়ান, আর্জেন্টিনা, ফ্রান্স এবং আয়ারল্যান্ডের যাত্রী ছিলেন। পাঁচ ভারতীয় জীবিত আছেন কিনা জানা যায়নি। রবিবার বেলা ১১টা নাগাদ পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে দুর্ঘটনাগ্রস্ত হয় বিমানটি। বিমানের কর্মী-সহ একজনও যাত্রীদের জীবিত থাকার আশা ক্ষীণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

রবিবার সকালে পোখরা থেকে কাটমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। পোখরা পুরনো বিমানবন্দর ও নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে পাহাড়ি নদীর তীরে ভেঙে পড়ে বিমানটি। জায়গাটি কাস্কি জেলার কাছাকাছি। উড়ানে পাইলট-সহ মোট চারজন কর্মী ছিলেন। যাত্রী ছিলে ৬৮ জন। বিমানে আগুন ধরে যাওয়ায় তাঁদের বেঁচে থাকা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। উল্লেখ্য, পাঁচ ভারতীয়র মৃত্যুর আশঙ্কা করে বিবৃতি দিয়েছে কেন্দ্রের আসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এই বিষয়ে টুইট করা হয়েছে কেন্দ্রের তরফে।

Advertising
Advertising

[আরও পড়ুন: নেপালে ভয়াবহ দুর্ঘটনা, ৬৮ জন যাত্রী নিয়ে রানওয়েতে ভেঙে পড়ল বিমান]

সংবাদ সংস্থা এএফপিকে ইয়েতি এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, কেউ বেঁচে আছেন কিনা সেই বিষয়ে আমাদের কাছে এখনও পর্যন্ত খবর নেই। দুর্ঘটনার পর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিমান দুর্ঘনায় যাত্রীদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি টুইট করেন, “নেপালের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি। ওম শান্তি।” উল্লেখ্য, ইতিমধ্যে বিদেশ মন্ত্রক নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের পরিবারগুলির পাশে দাঁড়িয়ে যাবতীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্র।

[আরও পড়ুন: কেকে লেখা ‘বিগ বস’, গ্যাংস্টার ছোটা রাজনের জন্মদিন পালন করে বিতর্কে শিব সেনা নেতা]

এদিকে এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল। বিমান সংস্থার মুখপাত্র সুদর্শন বারতৌলা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘‘কেন বিমানটি ভেঙে পড়ল, জানি না। কেউ জীবিত রয়েছেন কি না, তা-ও বলতে পারছি না। ভেঙে পড়া মাত্রই বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকার্য শুরু হয়েছে। আগুন নেভানোরও কাজ চলছে।’’ 

নেপালে বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “নেপালের পোখরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যু ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। প্রার্থনা করি, ভারতীয় পাঁচ যাত্রী-সহ আহতরা দ্রুত সেরে উঠবেন।”  

Advertisement
Next