সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় গুরুদ্বারের কাছে এক শিখ বৃদ্ধকে গল্ফ ব্যাট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, মারের জেরে ভেঙে গিয়েছে তাঁর মুখের হাড়। এমনকী বৃদ্ধর মস্তিস্কেও রক্তক্ষরণ হয়েছে বলে খবর। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গিয়েছে, আক্রান্তের নাম হরিপাল সিং। বয়স ৭০ বছর। তিনি লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা। প্রতিদিন সকালে নর্থ হলিউডের গুরদুয়ারের কাছে তিনি প্রাতঃভ্রমণে যেতেন এবং সেখানে পাখিদের খাওয়াতেন। কিন্তু গত সপ্তাহে হঠাৎই তাঁকে আক্রমণ করেন এক যুবক। অভিযোগ, গল্ফ ব্যাট দিয়ে তাঁকে বেধড়ক মারধার করা হয়। ভেঙে দেওয়া মুখের হাড়। একইসঙ্গে তাঁর মস্তিস্কেও রক্তক্ষরণ হয়েছে বলে খবর। হামলার পর সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। পরিবার সূত্রে খবর, তাঁর মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে একাধিক সেলাই এবং অস্ত্রোপচার হয়েছে। কিন্তু কারণে তাঁর উপর হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম বো রিচার্ড ভিটাগ্লিয়ানো। তাঁর বয়স ৪৪ বছর।
পুলিশের এক আধিকারিক বলেন, “ঘটনার তদন্তে নেমে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। গোটা ঘটনাটি তদন্ত করা দেখা হচ্ছে। পাশাপাশি, যুবককে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।”
