সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুনো ক্যাঙারু (Kangaroo) পুষেছিলেন। সেই পোষ্যের হামলাতেই অস্ট্রেলিয়ায় (Australia) মৃত্যু হল এক বৃদ্ধের। ওই ব্যক্তিকে আহত অবস্থায় খুঁজে পান আত্মীয়রা। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়। যদিও ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছানোর পরেই মৃত্যু হয় বৃদ্ধের। তাঁকে আর হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এদিকে বিপজ্জনক হয়ে ওঠা ক্যাঙারুটিকে হত্যা করছে পুলিশ। প্রশাসনের বক্তব্য, বাধ্য হয়েই হত্যা করা হয়েছে ক্যাঙারুটিকে।
পশ্চিম অস্ট্রেলিয়ার রেডমন্ড (Redmond) এলাকার ঘটনা। নিজের বাড়িতে ওই বুনো ক্যাঙারুটিকে পুষেছিলেন ৭৭ বছরের বৃদ্ধ। পোষ্যের হামলায় আহত হয়ে রবিবার মৃত্যু হল তাঁর। বৃদ্ধের আত্মীয়রা জানিয়েছেন, ওই দিন সকালে বৃদ্ধকে আহত অবস্থায় দেখতে পান তাঁরা। বুঝতে পারেন ক্যাঙারুর হামলাতেই অসুস্থ হয়ে পড়েছেন ব্যক্তি। এরপর দ্রুত অ্যাম্বালেন্স ডাকা হয়। যদিও গাড়িতে তোলার আগেই মৃত্যু হয় বৃদ্ধের।
[আরও পড়ুন: রানির মৃত্যুতে ভাঙনের মুখে গ্রেট ব্রিটেন! স্কটল্যান্ডে জোরাল হচ্ছে স্বাধীনতার দাবি]
পুলিশ জানিয়েছে, অ্যাম্বুলেন্স পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে ক্যাঙারুটি তাঁদের উপরেও হামলা চালানোর চেষ্টা করে। এমনকী রোগীকে তুলে নিয়ে যেতে বাধা দেয়। এরপরই ক্যাঙারুটিকে গুলি করে হত্যা করে পুলিশ। বন্য প্রাণীকে হত্যা করা নিয়ে পুলিশের বক্তব্য, নেহাত বাধ্য হয়েই ক্যাঙারুটিকে হত্যা করেছেন তাঁরা। এইসঙ্গে পুলিশের তরফে বলা হয়েছে, জোর করে একটি বুনো প্রাণীকে পোষার কারণেই প্রাণ খুঁইয়েছেন ওই বৃদ্ধ। এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে প্রশাসন।
[আরও পড়ুন: তালিবানের হাতে আটক রাষ্ট্রসংঘের তিন মহিলা কর্মী]
এইসঙ্গে প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত ৮৬ বছরে মানুষের উপর ক্যাঙারুর এমন প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেনি। সেদিক থেকে এই ঘটনা নজিরবিহীন। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে, শেষবার ১৯৩৬ সালে ক্যাঙারুর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল। সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, উইলিয়াম ক্রিকশ্যাঙ্ক নামে ৩৬ বছর বয়সি এক ব্যক্তি ক্যাঙারুর আক্রমণে মারা গিয়েছিলেন সেবার। ক্যাঙারুর আক্রমণে ওই ব্যক্তির চোয়াল ভেঙে গিয়েছিল এবং মাথায় গুরুতর আঘাত লেগেছিল। তাতেই ওই যুবকের মৃত্যু হয়েছিল।