shono
Advertisement
Pakistan

ইমরানকে সমর্থন করে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ, পাকিস্তানে যাবজ্জীবন ৮ সাংবাদিক-ইউটিউবারের

২০২৩ সালের ৯ মে গ্রেপ্তার হন ইমরান।
Published By: Saurav NandiPosted: 09:47 PM Jan 02, 2026Updated: 09:49 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন করে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে পাকিস্তানে যাবজ্জীন কারাদণ্ড হল আট সাংবাদিক এবং ইউটিউবারকে। শুক্রবার পাকিস্তানের সন্ত্রাসদমন আদালত এই সাজা দিল।

Advertisement


আদালতে তাঁদের অনুপস্থিতিতেই অভিযুক্ত সাংবাদিক ও ইউটিউবারদের যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে পাকিস্তানের আদালত। ইমরানের সমর্থনে অনলাইনে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে শুক্রবার এই রায় ঘোষণা করা হয়। আদালতের পর্যবেক্ষণ, আসামিদের কর্মকাণ্ড পাকিস্তানি আইনে ‘সন্ত্রাসবাদে’র আওতায় পড়ে এবং দোষীদের অনলাইন কার্যক্রম সমাজে ‘ভয় ও অস্থিরতা’ ছড়িয়েছে। দোষী সাব্যস্ত অধিকাংশ ব্যক্তি পাকিস্তানের বাইরে রয়েছেন এবং বিচারপ্রক্রিয়ায় হাজির হননি। দোষীদের মধ্যে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা তথা ইউটিউবার আদিল রাজা ও সৈয়দ আকবর হুসেন, সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান, সাবির শাকির ও শাহীন সেহবাই, ভাষ্যকার হায়দার রেজা মেহদি এবং বিশ্লেষক মইদ পিরজাদা।

২০২৩ সালের ৯ মে ইমরানের গ্রেপ্তারির পর পাকিস্তানের বিভিন্ন এলাকায় তাঁর সমর্থকেরা হিংসাত্মক প্রতিবাদ-বিক্ষোভ করেছিলেন। হামলা হয়েছিল পাক সেনার কয়েকটি শিবিরেও। ওই ঘটনাগুলিকে ‘সন্ত্রাসবাদী’ কার্যকলাপ বলে জানিয়ে পাক আদালত বলেছে, দোষী আট সাংবাদিক ও ইউটিউবার সে সময় হিংসায় উস্কানি দিয়েছিলেন বলে প্রমাণিত হয়েছে।

গত বছরের ২০ ডিসেম্বর তোষাখানা দুর্নীতি-২ মামলায় ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে। বর্তমানে দু’জনেই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন করে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে পাকিস্তানে যাবজ্জীন কারাদণ্ড হল আট সাংবাদিক এবং ইউটিউবারকে।
  • শুক্রবার পাকিস্তানের সন্ত্রাসদমন আদালত এই সাজা দিল।
  • আদালতে তাঁদের অনুপস্থিতিতেই অভিযুক্ত সাংবাদিক ও ইউটিউবারদের যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে পাকিস্তানের আদালত।
Advertisement