shono
Advertisement
Zelensky

৮০০ কোটির দুর্নীতির অভিযোগ, বিতর্কের মাঝেই ইউক্রেনের সেনাপ্রধান বদল জেলেনস্কির

কাকে দায়িত্ব দিলেন জেলেনস্কি?
Published By: Amit Kumar DasPosted: 07:26 PM Jan 02, 2026Updated: 07:26 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন গোদের ওপর বিষফোঁড়া। তিন বছর ধরে চলতে থাকা যুদ্ধে একেই কোণঠাসা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর সঙ্গেই গোদের ওপর বিষফোঁড়ার মত তাঁর সেনার বিরুদ্ধে উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। গুরুতর এই পরিস্থিতিতে যুদ্ধের মাঝেই সেনাপ্রধান বদল করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। দেশের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাককে সরিয়ে এই দায়িত্বে আনা হল কিরিলো বুদানোভকে।

Advertisement

শুক্রবার টেলিগ্রাম বার্তায় এই রদবদলের তথ্য প্রকাশ্যে এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। নয়া সেনাপ্রধান বুদানোভ এতদিন ইউক্রেনের গুপ্তচর সংস্থা GUR-এর প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার তাঁকেই দেওয়া হল সেনা প্রধানের দায়িত্ব। টেলিগ্রাম বার্তায় এদিন জেলেনস্কি লেখেন, 'বুদানোভ দীর্ঘদিন ধরে GUR-এর দায়িত্ব সামলেছেন। তাঁর নেতৃত্বেই রাশিয়ার বিরুদ্ধে একের পর এক বড় অভিযান চালিয়েছে ইউক্রেন। এবার তাঁকেই সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। বুদানোভ-এর উপর আস্থায় দেশ লাভবান হবে বলে আশা করছি আমরা।'

উল্লেখ্য, ইউক্রেনের চিফ অফ ডিফেন্স স্টাফ আন্দ্রি ইয়ারমাকের বিরুদ্ধে সম্প্রতি ১০০ মিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় যা ৮০০ কোটি টাকা) দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় ইউক্রেনে। শীর্ষ ওই আধিকারিক তথা জেলেনস্কির সহযোগীর বাড়িতে ও অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিল ইউক্রেনের দুর্নীতি দমন শাখা। জেলেনস্কির দপ্তরের তরফে ট্রেলিগ্রামে এই তথ্য প্রকাশ করে জানানো হয়, ইয়ারমাকের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছে। ওই আধিকারিক সমস্ত আইনি প্রক্রিয়তায় সহযোগিতা করছেন। ওনার উকিলও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এই ঘটনা সামনে আসতেই ইউক্রেনের রাজনীতিতে শোরগোল পড়ে যায়। বিরাট এই দুর্নীতিতে প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্ত থাকারও সন্দেহ করে বিরোধী শিবির।

পরিস্থিতি গুরুতর আকার নিতেই চাপের মুখে পদে সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দেন ইয়ারমাক। শুক্রবার তাঁর জায়গাতেই নয়া সেনাপ্রধান নিয়োগ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যুদ্ধের মাঝেই সেনাপ্রধান বদল করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
  • দেশের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাককে সরিয়ে এই দায়িত্বে আনা হল কিরিলো বুদানোভকে।
Advertisement