সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিম জং উন কি উত্তর কোরিয়ার পরবর্তী শাসককে তৈরি করে ফেলেছেন? জল্পনা ছিল অনেক দিনের। কন্যা কিম জু আই নাকি পরবর্তী শাসকের আসনে বসতে চলেছে। এবার কিমের মেয়েকে দেখা গেল তার পিতামহ ও প্রপিতামহের মসোলিয়ামে। যা ফের জল্পনাকে উসকে দিল। সেদেশের সংবাদমাধ্যম প্রকাশিত ছবি ঘিরে চর্চা শুরু।
জানা যাচ্ছে, ২০১৩ সালের আশপাশে জন্ম কিমের কন্যার। যদিও মেয়েটির জন্মের তারিখ কিংবা অন্য বিবরণ কিছুই কখনও প্রকাশ করেনি উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম। কিন্তু এনবিএ স্টার ডেনিস রডম্যান সেই সময় উত্তর কোরিয়া সফরে এলে ‘ফাঁস’ করে দেন জু আই-এর কথা। তবে ওই কিশোরী প্রকাশ্যে আসে ২০২২ সালের নভেম্বরে। কিন্তু প্রকৃত অর্থে এবারই তাকে বিশ্ব রাজনীতির মঞ্চে প্রথমবার দেখা গেল। যদিও তাকে বাবার সঙ্গে ওই প্যারেড দেখতে দেখা যায়নি, তবুও সুকৌশলে কিম তাঁর কন্যাকে বিশ্ব রাজনীতির অলিন্দে তুলে ধরলেন বলেই মনে করা হচ্ছে।
এদিন কিম জং উন প্রাসাদাটি ঘুরে দেখেন। তাঁর সঙ্গে শীর্ষস্থানীয় অফিসাররাও ছিলেন। আর সেই সঙ্গেই কিমের মেয়েকেও দেখা গিয়েছে সেখানে। এরপর থেকে জল্পনা জোরদার হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থার দাবি, এই বিষয়টি গত বছরই পরিষ্কার হয়ে গিয়েছিল, যখন চিন সফরেও মেয়েকে সঙ্গে রেখেছিলেন উত্তর কোরিয়ার একনায়ক। তবে বিশেষজ্ঞরা বলছেন, মসোলিয়ামে কিম জু আইকে দেখতে পাওয়া আরও তাৎপর্যপূর্ণ।
বছর দুয়েক আগে দেশের গুরুত্বপূর্ণ সামরিক অনুষ্ঠানে নিজের মেয়েকে নিয়ে উপস্থিত হন কিম। দেশের শীর্ষ সামরিক আধিকারিকদের সঙ্গে ছবিও তোলে একনায়কের কন্যা কিম জু এই। সূত্র মারফত জানা গিয়েছে, কিমের কন্যাকে মাথা ঝুঁকিয়ে ‘বাও’ করেন সামরিক কর্তারা। প্রসঙ্গত, তার আগেও তিনটি সামরিক অনুষ্ঠানে বাবার সঙ্গে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে কিমকন্যাকে। আসলে কোরিয়ার রীতি মেনেই অল্প বয়স থেকে দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিচ্ছে কিমকন্যা। এবার দ্রুত তাঁকে সরকারি ভাবে কিমের উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হবে। এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের।
