shono
Advertisement
Trump

ইরানে বাঙ্কার বাস্টার বোমা হামলার পর বছরও ঘোরেনি! খামেনেইয়ের দেশকে আবার হুমকি ট্রাম্পের

গত বছরের শেষ থেকেই অশান্ত ইরান।
Published By: Saurav NandiPosted: 05:46 PM Jan 02, 2026Updated: 06:51 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ইজরায়েলের সঙ্গে যুদ্ধের আবহে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নাতানজ পরমাণু কেন্দ্রে বাঙ্কার বাস্টার বোমা ফেলে এসেছিল আমেরিকার বায়ুসেনা। সেই ঘটনার পর এক বছরও ঘোরেনি। সেই ইরানকে আবার হুমকি দিলেন ট্রাম্প।

Advertisement


গত বছরের শেষ থেকেই অশান্ত ইরান। রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে পথে নেমেছেন বহু মানুষ। তা নিয়ে উত্তেজনাও তৈরি হয়েছে দেশের নানা জায়গায়। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত অন্তত সাত জনের মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা হলে আমেরিকাও হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, "ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালায়, যা তাদের প্রথা, তাহলে আমেরিকা তাঁদের (বিক্ষোভকারীদের) বাঁচাবে। আমি পুরোপুরি তৈরি।"

প্রসঙ্গত, বিক্ষোভের সূত্রপাত গত ২৭ ডিসেম্বর। ওই দিন তেহরানের দোকানিরা প্রথম মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ক্রমে দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ে বিক্ষোভের আঁচ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তেহরানের রাস্তায় নেমে পড়েন। স্লোগান ওঠে, ‘স্বৈরশাসন নিপাত যাক’। ডিসেম্বরে ইরানে মুদ্রাস্ফীতি ৪২.৫ শতাংশে গিয়ে ঠেকেছে। এ নিয়ে ক্ষোভ রয়েইছে। পাশাপাশি দেশে নারী অধিকার, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা খর্বের বিরুদ্ধেও একের পর এক বিক্ষোভ ইরান সরকার কড়া হাতে দমন করায়ও বহু মানুষ ক্ষিপ্ত ছিলেন। এই সব নিয়েই বিক্ষোভ দেখা দিয়েছে পশ্চিম এশিয়ার এই দেশে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরান সরকার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে চাওয়ারও ইঙ্গিত দিয়েছে। বিক্ষোভকারীদের দাবির ‘বৈধতা’ স্বীকার করে নিয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে সরকার। তবে পেজেশকিয়ান এ-ও স্বীকার করেছেন যে, ইরানের মুদ্রা রিয়ালের দ্রুত অবমূল্যায়ন রুখতে তাঁর এই মুহূর্তে কিছুই করার নেই। তবে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, সে বিষয়েও দেশবাসীকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বছর ইজরায়েলের সঙ্গে যুদ্ধের আবহে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা।
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নাতানজ পরমাণু কেন্দ্রে বাঙ্কার বাস্টার বোমা ফেলে এসেছিল আমেরিকার বায়ুসেনা।
  • সেই ঘটনার পর এক বছরও ঘোরেনি। সেই ইরানকে আবার হুমকি দিলেন ট্রাম্প।
Advertisement