shono
Advertisement

Breaking News

প্রায় ১০ কোটি পাকিস্তানি চরম দারিদ্রের কবলে! বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে ভয়ঙ্কর ছবি

ক্রমেই অন্ধকারে ঋণজর্জর পাকিস্তান।
Posted: 06:33 PM Sep 23, 2023Updated: 09:34 PM Sep 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋণজর্জর পাকিস্তান ক্রমেই অন্ধকারের দিকে চলেছে। এই মুহূর্তে সেদেশের সাড়ে ৯ কোটি ৫০ লক্ষ মানুষ বাস করছেন প্রবল দারিদ্রের মধ্যে। এমনটাই জানা গেল বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট থেকে। আর এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দ্রুত পদক্ষেপ করার আর্জিও জানানো হয়েছে ব্যাঙ্কের (World Bank) তরফে।

Advertisement

ভারতের চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে নামার সময় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে পাকিস্তানের (Pakistan) এক ইউটিউবারকে রসিকতা করে বলতে দেখা গিয়েছিল, চাঁদে জল, গ্যাস, বিদ্যুৎ নেই। তা নেই পাকিস্তানেও। সুতরাং তাঁরাও আসলে পাকিস্তানেই রয়েছেন। এই করুণ রসিকতাই যেন পাকিস্তানের নাগরিকদের অসহায়তার মর্মস্পর্শী ছবিটাকে অবিকল তুলে ধরছে।

[আরও পড়ুন: নতুন সংসদ ভবন আসলে মোদি মাল্টিপ্লেক্স! জয়রাম রমেশের খোঁচা ঘিরে শোরগোল]

আর সেটাই যেন পরিষ্কার হয়ে গেল বিশ্ব ব্যাঙ্কের বিবৃতিতে। শুক্রবার যে রিপোর্ট পেশ করা হয়েছে, তা থেকে জানা যাচ্ছে, সেদেশের দারিদ্রের হার ৩৪.২ শতাংশ থেকে বেড়ে ৩৯.৪ শতাংশ হয়ে গিয়েছে। নতুন করে চরম দারিদ্রের কবলে পড়েছেন ১ কোটি ২৫ লক্ষ মানুষ। তাঁদের দৈনিক রোজগার ৩.৬৫ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রার হিসেবে তা প্রায় ৩০০ টাকা। বিশ্ব ব্যাঙ্কের শীর্ষ পাক অর্থনীতিবিদ তোবিয়াস হক জানিয়েছেন, ”পাকিস্তানের অর্থনৈতিক মডেল আর দারিদ্রে রাশ টানতে পারছে না। গোটা দেশজুড়ে জীবনধারণের মান ক্রমেই নিম্নমুখী।” আর এই বিপদ থেকে বাঁচার প্রধান উপায়ই হল অর্থনৈতিক দৃঢ়তা অর্জন করা। অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে ভারতের প্রতিবেশী দেশটির।

[আরও পড়ুন: ছন্দে ফিরছে মণিপুর, ১০০ দিন পর চালু ইন্টারনেট পরিষেবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement