সংবাদ প্রতিদিন ডিজিটা ডেস্ক: আহমেদাবাদের মতো ওড়ার কয়েক সেকেন্ড পরেই লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে ভেঙে পড়ল একটি বিমান। জানা গিয়েছে, একটি ছোট বিমান দুর্ঘটনগ্রস্ত হয়েছে। বিমানে বিস্ফোরণের ভয়ংকর ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও দুর্ঘটনায় হতাহতের খবর এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে উদ্ধারকাজ।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সাউথএন্ড বিমানবন্দরে একটি গুরুতর ঘটনার কারণে ঘটনাস্থলে আমরা রয়েছি। সেখানে (রবিবার) বিকেল ৪টে নাগাদ একটি ১২ মিটারের বিমান দুর্ঘটনগ্রস্ত হয়েছে। সাধারণত এই মাপের বিমানে সর্বোচ্চ ৯ জন যাত্রী এবং ২ জন বিমানকর্মী বসতে পারেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়েছিল ওই বিমানটি। কিন্তু কয়েক সেকেন্ড পরেই সেটি হুড়মুড় করে ভেঙে পড়ে। বিমানে বিস্ফোরণের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যার পর গোটা বিমানবন্দর চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়।
খবর পাওয়া মাত্র শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ, দমকল এবং চিকিৎসাকর্মীরা ছুটে যান দুর্ঘটনাস্থলে। এই ঘটনায় মর্মাহত স্থানীয় লেবার পার্টির এমপি ডেভিড বার্টেন স্যামসন এক্স হ্যান্ডেলে লিখেছেন, "সব রকমভাবে দুর্ঘটনাগ্রস্তদের পাশে আছি।" এদিকে সাউথএন্ড বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে কমপক্ষে চারটি উড়ান বাতিল করা হয়েছে।
