সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেনিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। মঙ্গলবার সকালে মাসাইমারার জাতীয় অভয়ারণ্য়ে যাওয়ার পথে ভেঙে পড়ল একটি ছোট বিমান। এর ফলে ১২ জন মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সওয়ারিদের অধিকাংশই পর্যটক বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, কেনিয়ার দিয়ানি বিমানঘাঁটি থেকে মাসাইমারার উদ্দেশে যাত্রা করেছিল ছোট বিমানটি। পাহাড়ি এবং অরণ্যাঞ্চলে দিয়ানি থেকে ৪০ কিলোমিটার দূরে ভেঙে পড়ে সেটি। স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, মঙ্গলবার সকাল সাড়ে ৫টা নাগাদ উড়ানটি কোয়ালে কাউন্টির সিম্বা গোলিনিতে ভেঙে পড়ে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে দুর্ঘটনার ছবি ও ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
কেনিয়ার অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে, ছোট বিমানটিতে বিমান চালক ও যাত্রী-সহ ১২ জন ছিলেন। সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারি দল। এখনও পর্যন্ত বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি। উল্লেখ্য, মাসাইমারা জাতীয় উদ্যান গোটা পৃথিবীর পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। দিয়ানি বিমানঘাঁটি থেকেই তাঁদের অভয়ারণ্যে বেড়াতে নিয়ে যাওয়া হয়। সেই পথেই বিপদ ঘটল।
