সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে গাজায় যুদ্ধবিরতি অব্যাহত রাখছে তারা। যদিও গাজার স্বাস্থ্যকর্মীদের জানাচ্ছেন, রাতভর ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০৪ জন নিহত হয়েছেন। তবে কেবল বেঞ্জামিন নেতনিয়াহুর সেনার বিরুদ্ধেই যুদ্ধবিরতী লঙ্ঘনের অভিযোগ নয়, পালটা দাবি, হামাসের হামলায় এক ইজরায়েলি সেনার মৃত্যু হয়েছে।
মঙ্গলবারের যে ভয়ংকর হামলার কথা বলেছে গাজার স্বাস্থ্যকর্মীরা, ইজরায়েলের তরফে দাবি যে তাদের এক সৈনিকের মৃত্যুর পরেই পালটা হামলা চালায় তারা। নেতানিয়াহুর সেনার তরফে বেসরকারি বিবৃতিতে বলা হয়েছে, চুক্তি মেনে সংঘর্ষবিরতি লাগু থাকবে। কিন্তু প্রতিপক্ষ হামলা চালালে পালটা 'কঠিন শিক্ষা' দেওয়া হবে। উল্লেখ্য, গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে, মঙ্গলবারের বিমান হামলায় অন্তত ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুরিজ শরণার্থী শিবিরে পাঁচটি ইমারত ধ্বংস হয়েছে। ইজরায়েলি সেনার হামলায় গাজা শহরের সাবরা এলাকায় আরও চারটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খান ইউনুসে একটি গাড়ির মধ্যে পাঁচজন নিহত হয়েছে বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয়েছিল হামাস-ইজরায়েল যুদ্ধ। দু'বছর পর গত ১০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা হয়। এরপরেও ইজরায়েলের হামলা নিয়ে ট্রাম্পের বক্তব্য, "বিষয়টি আমার কাছে স্পষ্ট। ওরা এক ইজরায়েলি সেনাকে হত্যা করেছিল। ফলে পালটা হামলা চালানো হয়েছে। যখন এমন হবে (ইজরায়েলের উপর হামলা হবে) তখন জবাব দেওয়া যেতে পারে।"
