shono
Advertisement
Mansarovar Pilgrims

নেপালে অশান্তির মধ্যেই বিপদ, মানস যাত্রায় চিনে আটকে কয়েকশো ভারতীয়!

পুণ্যার্থীদের ফেরাতে ব্যবস্থা নিচ্ছে বিদেশ মন্ত্রক।
Published By: Kishore GhoshPosted: 08:43 PM Sep 10, 2025Updated: 08:50 PM Sep 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত নেপালে আটকে পড়া ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করছে কেন্দ্র। তাঁদের দেশে ফেরাতে বিমান পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বিপজ্জনক পরিস্থিতিতে কাঠমান্ডু বিমানবন্দরেই অন্তত ৪০০ ভারতীয় আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। একই সময় চিন থেকে এল খারাপ খবর। কৈলাস-মানস সরোবর যাত্রা সেরে ফিরতে গিয়ে আটকে পড়েছেন কয়েকশো ভারতীয়। নেপথ্যে নেপাল সীমান্ত সোমবার থেকে বন্ধ হয়ে যাওয়া। এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি।

Advertisement

২০২০ সাল গালোয়ান সংঘর্ষের পর থেকে কৈলাস-মানস সরোবর যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রিত চিন-ভারত সম্পর্কের উন্নতি হওয়ার পরেই আলোচনা সাপেক্ষে এ বছর থেকে ফের যাত্রা চালু হয়েছে। এই সুযোগ হাতছাড়া করতে চাননি বহু ভারতীয় পর্যটক। কিন্তু নেপাল আচমকা অশান্তি শুরু হওয়ায় বিপদে পড়েছেন কৈলাস-মানস সরোবারের অন্তত দু’হাজার পুণ্যার্থী। মঙ্গলবার থেকে চিনের তিব্বত প্রদেশের ছোট্ট গ্রাম ড্রাচেনে আটকে রয়েছেন তাঁরা। অধিকাংশই ভারতীয় বলে জানা গিয়েছে। এখন কী হবে উপায়?

সিকিম এবং উত্তরাখণ্ড এই দুই পথে মানস যাত্রার ব্যবস্থা করে ভারত সরকার। এর বাইরে বেসরকারি সংস্থার মাধ্যমে নেপালের পথেও বহু পুণ্যার্থী কৈলাশ দর্শনে যান। নেপালের অশান্তির কারণে তারাই বিপদে পড়েছেন। সমস্যা হল ছোট পাহাড়ি গ্রামে ড্রাচেনে খুব বেশি লোকের জন্য থাকার ব্যবস্থা নেই। এই অবস্থায় যাত্রা শেষ করা ক্লান্ত মানুষগুলো বড় বিপদে পড়েছেন। এই অবস্থায় তারা সাহায্যের জন্য ভারতের বিদেশ মন্ত্রকের দিকে তাঁরা তাকিয়ে। জানা গিয়েছে, ইতিমধ্যেআটকে পড়া ভারতীয়দের সমস্যা নিয়ে বেজিঙের ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২০ সাল গালোয়ান সংঘর্ষের পর থেকে কৈলাস-মানস সরোবর যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল।
  • সিকিম এবং উত্তরাখণ্ড এই দুই পথে মানস যাত্রার ব্যবস্থা করে ভারত সরকার।
Advertisement