shono
Advertisement
Nigeria

নাইজেরিয়ার গ্রামে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে মৃত অন্তত ১০০

মৃত্যু হয়েছে বহু কৃষকের।
Published By: Subhodeep MullickPosted: 02:53 PM Jun 15, 2025Updated: 02:53 PM Jun 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকবাজের হামলা। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০০ জনের। নিখোঁজ বহু। শনিবার রাতে এই হামলার কথা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

Advertisement

শনিবার রাতে সংগঠনটি তাদের এক্স হ্যান্ডেলে লেখে, ‘শনিবার সকালে নাইজেরিয়ার বেনু জেলার ইলেওটা গ্রামে কয়েকজন বন্দুকবাজ আচমকা হামলা চালায়। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ১০০ জন গ্রামবাসীর। বহু মানুষ এখনও নিখোঁজ। অনেক পরিবারকে তাদের ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আহতরা পর্যাপ্ত চিকিৎসা পরিষেবাও পাননি।’ সূত্রের খবর, এই নৃশংস এই হামলায় মৃত্যু হয়েছে বহু কৃষকের। গোটা নাইজেরিয়াজুড়ে এমনিতেই প্রবলভাবে রয়েছে খাদ্য সংকট। তার উপর এত বড় সংখ্যায় কৃষক মৃত্যুর ফলে আগামী দিনে খাদ্য সংকট আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, মধ্য নাইজেরিয়ায় অবস্থিত বেনু এর আগেও একাধিক হামলার সাক্ষী থেকেছে। এই অঞ্চলটির উত্তর অংশ মুসলিম প্রধান এবং দক্ষিণ অংশটি খ্রিস্টান অধ্যুষিত। ফলে মাঝে মাঝেই সেখানে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক হিংসার আগুন। এছড়াও জমি নিয়ে সেখানে দু’পক্ষের মধ্যে বিবাদও দীর্ঘদিনের। তবে এখনও পর্যন্ত এই হামলা নিয়ে নাইজেরিয়া প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়নি।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাইজেরিয়ার একটি গ্রামে বন্দুকবাজের হামলা।
  • ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০০ জনের।
  • নিখোঁজ বহু।
Advertisement