সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা পেরুতে। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনায় এখনও পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা ২৪। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় ছিলেন ট্রাকের চালক। ফলে তিনি নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি বাসটিকে সজোরে ধাক্কা মারে। যার জেরেই এই দুর্ঘটনা।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ৬০ জন যাত্রী নিয়ে বাসটি দক্ষিণ পেরুর আরেকুইপা শহরের উদ্দেশে রওনা দিয়েছিল। যাত্রার কিছুক্ষণ পরই বেপরোয়া গতিতে থাকা একটি ট্রাক বাসটির পিছনে সজোরে ধাক্কা মারে। এরপরই বাসটি বাস্তার ধারে ২০০ ফুট গভীর একটি খাদে গড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রাকের চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারান এবং বাসে ধাক্কা মারে। সূত্রের খবর, ঘাতক ট্রাকটির চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
