shono
Advertisement

Breaking News

Japan

'নাক গলালেই...' তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের পরই হুমকি চিনের

এবার কি চিন-জাপান যুদ্ধ?
Published By: Biswadip DeyPosted: 07:42 PM Nov 15, 2025Updated: 07:43 PM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যে চটে লাল চিন। বেজিং ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে 'উদিত সূর্যের দেশ'-কে। সব মিলিয়ে দুই দেশের মধ্যে ফের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Advertisement

ঠিক কী হয়েছিল? জাপানের প্রধানমন্ত্রী পার্লামেন্টে মন্তব্য করেন, ''যদি তাইওয়ানে চিন হামলা চালায়, তাহলে জাপানের অস্তিত্ব বিপণ্ণ হয়ে পড়বে। সেক্ষেত্রে বাধ্যতই টোকিওকে মার্কিন সেনার সঙ্গে মিলে সামরিক পদক্ষেপ করতে হবে।'' বেজিং তাঁর এহেন মন্তব্যের কড়া সমালোচনা করে বলে এমন মন্তব্যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতির মুখে পড়বে। এবং এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলাও সংকটে পড়বে।

এরই পাশাপাশি জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি শুক্রবার সেদেশের অস্ত্রভাণ্ডারে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনকে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। অন্যদিকে মন্ত্রিপরিষদের সচিব মিনোরু কিহারা বলেছেন, এই প্রস্তাব উড়িয়ে দেওয়া হচ্ছে না। স্বাভাবিক ভাবেই এহেন মন্তব্যে আরও জোরালো হয়েছে সংঘাতের আবহ। বেজিংয়ের সাফ কথা, তাইওয়ান নিয়ে নাক গলালে তার পরিণাম ভুগতে হবে জাপানকে।

বেজিং এমন ধরনের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের কড়া হুঁশিয়ারি, যদি জাপান অ-পারমাণবিক নীতি থেকে সরে আসে তাহলে তা আন্তর্জাতিক আঙিনায় এক গুরুতর সংকেতই বহন করবে। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, চিন এই ধরনের মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

উল্লেখ্য, বহুদিন ধরেই ড্রাগনের আগ্রাসনে কোণঠাসা তাইওয়ান। বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এসেছে চিন। বেজিংয়ে ক্ষমতার রাশ শি জিনপিংয়ের হাতে আসার পর থেকেই আরও আগ্রাসী হয়ে উঠেছে কমিউনিস্ট দেশটি। একাধিকবার জোর করে তাইওয়ান দখলের কথাও বলেছেন প্রেসিডেন্ট শি। তারপর থেকেই আরও সতর্ক হয়ে গিয়েছে দেশটি। লালফৌজের হামলা ঠেকাতে সামরিক বাহিনীকে অত্যাধুনিক হাতিয়ারে সাজিয়ে তুলছে তাইওয়ান। দ্বীপরাষ্ট্র হওয়ার সুবাদে সমুদ্রেই চিনকে রুখে দিতে সেখানে তৈরি হচ্ছে অত্যাধুনিক সাবমেরিন বাহিনী। এই অবস্থায় সেই দেশকে কেন্দ্র করেই জাপানের সঙ্গে মধ্যে সংঘাতের আবহ তৈরি হল বেজিংয়ের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যে চটে লাল চিন।
  • বেজিং ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে 'উদিত সূর্যের দেশ'-কে।
  • সব মিলিয়ে দুই দেশের মধ্যে ফের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
Advertisement