shono
Advertisement

লাহোরে ফিদায়েঁ হামলায় মৃত্যুমিছিল

মৃতের সংখ্যা বেড়েই চলেছে৷ The post লাহোরে ফিদায়েঁ হামলায় মৃত্যুমিছিল appeared first on Sangbad Pratidin.
Posted: 08:35 PM Feb 13, 2017Updated: 03:06 PM Feb 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের লাহোরের পাঞ্জাব বিধানসভা চত্বর৷ সোমবার বিধানসভার বাইরে এক প্রতিবাদ মিছিল চলাকালীন ফিদায়েঁ হামলা চালানো হয় বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর৷ বিধানসভার গেটের সামনে প্রতিবাদ মিছিল চলাকালীন অদূরেই পার্কিং লটে রাখা একটি গাড়িবোমা প্রচণ্ড শব্দে ফেটে যায়৷

Advertisement

এদিনের বিস্ফোরণে প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত অন্তত ৪০ জন৷ মৃতের সংখ্যা আরও ব্যাপক হারে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন, পাক রেঞ্জার্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ গোটা এলাকা কর্ডন করে ঘিরে ফেলা হয়েছে৷ জারি করা হয়েছে চরম সতর্কতা৷ উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি পাঞ্জাবের স্বরাষ্ট্রসচিব ও পাক রেঞ্জার্সের ডিজি লাহোরে বিস্ফোরণ ঘটতে পারে বলে আগাম সতর্ক করে দিয়েছিলেন৷ তা সত্ত্বেও কেন এদিনের নাশকতা রুখে দেওয়া গেল না, সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে৷

মৃতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মীও রয়েছেন বলে সূত্রের খবর৷ লাহোরের অবসরপ্রাপ্ত ডিআইজি ট্রাফিক আহমেদ মবিন এদিনের বিস্ফোরণে মারা গিয়েছেন৷ এই বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেই তাঁকে টেলিভিশনের পর্দায় আন্দোলনকর্মীদের সঙ্গে মধ্যস্থতা করতে দেখা যায়৷ পাক আইনমন্ত্রী রানা সানাউল্লাহ লাহোরে এদিনের বিস্ফোরণকে ফিদায়েঁ হামলা বলে দাবি করেছেন৷ এখনও কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি৷

The post লাহোরে ফিদায়েঁ হামলায় মৃত্যুমিছিল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement